ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঈদ পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আসছে ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, করোনা সংকটের কারণে সাধারণ মানুষ চাইলেও ঘর থেকে বের হতে পারছে না। সেখানে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর কোনো কারণই নেই। ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে মাউশি। 

সূত্র আরো জানায়, সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নিয়মের কথা বলে এদেরকে আমরা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি না। 

মাউশির মহাপরিচালক গোলাম ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্ধের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তাদের বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি। 

ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ বাড়ানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েরও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বন্ধের মেয়াদ বাড়বে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতর বা ডিপিই এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ। 

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের বিদ্যালয় বন্ধ রাখা হবে। সারা পৃথিবীতেই করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এটি কবে নিয়ন্ত্রণে আসবে কারো জানা নেই। ফলে আমাদেরকে বিদ্যালয়ে ছুটি বৃদ্ধি করতে হবে। বিষয়টি চূড়ান্ত না হলেও ছুটি বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি।

চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কয়েকটি ধাপে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।