ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

উন্নয়ন আর মানুষের সমস্যা সমাধানে দিন-রাত শ্রম দিয়েছি, হাজী বাহার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা - আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত-শিবির এখন নিষিদ্ধ সংগঠন। তারা ২০১৪ ২০১৫ সালে বিএনপির সন্ত্রাসীদের সাথে মিলে অগ্নি সন্ত্রাস চালিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। ৩০ ডিসেম্বর এসব অগ্নি সন্ত্রাসীদের ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না। তাদেরকে প্রতিহত করা হবে। 

সোমবার সকালে বাখরাবাদ সিবিএ নেতা-কর্মীদের সাথে মতবিনিময়,বিকালে কালিরবাজার হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভা, সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ডে যাদুঘর মাঠ,রাতে নগরীর ২৫ নং ওয়ার্ডের দয়াপুর ডুমুরিয়া জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলকায় পৃথক টি স্থানে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।

এমপি বাহার আরো বলেন, অতীতের এমপি-মন্ত্রীরা কুমিল্লার মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারা  জনগনের সম্পদ লুট করে  নিজেদের উন্নয়ন করেছে। আমি এমপি নির্বাচিত হয়ে জনগনের হক জনগনকে বুঝিয়ে দিয়েছি। বিগত ১০ বছরে কুমিল্লা সদরে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা নেই যেখানে অনুদান দেইনি। আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাঘাটের উন্নয়ন করেছি। ১০ বছরে কুমিল্লায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। শুধু কালিরবাজার ইউনিয়নেই ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি। কুমিল্লার উন্নয়ন আর আপনাদের সমস্যা সমাধানে দিন-রাত শ্রম দিয়েছি। আপনাদের জন্য কাজ করতে গিয়ে নিজের পারিবারিক জীবন বিসর্জন দিয়েছি। আসন্ন নির্বাচনে ভোটের দিন আমি আপনাদের জন্য ব্যায় করা শ্রমের মূল্যায়ন চাই। কুমিল্লা সদরে শতভাগ উন্নয়ন করেছি,শতভাগ ভোট চাই। আর উন্নয়ন প্রতিদান হিসাবে আপনাদেরকে ভোট কেন্দ্র পাহারা দায়িত্ব দিতে চাই। ৩০ তারিখ কুমিল্লার সাধারন জনগনকে কর্মীর ভূমিকায় দেখতে চাই।

এসময় বিভিন্ন সভায় আরো বক্তব্য রাখেন এমপি বাহার কন্যা জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. বাকি আনিছ,যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর,সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিকআদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,ভাইস-চেয়ারম্যাস সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল প্রমুখ।

বিকালে কালিরবাজার হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী। সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম। বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল,স্বাস্থ্য জনসংখ্য বিষয়ক সম্পাদক মাস্টার মোরশেদ শাকিল,কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ প্রমুখ।এসময় উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।