ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঋণ তহবিল গঠনের আহ্বান ডিসিসিআইয়ের

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

করোনাভাইরাস মোকাবিলায় ক্ষতিগ্রস্ত শিল্পকারখানাকে ১ শতাংশ সুদহারে ঋণ দেয়ার লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রফতানিমুখী উৎপাদনখাতকে আগামী ১ বছরের জন্য ঋণের সুদ মওকুফের দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই দাবি জানায়। 

বিজ্ঞপ্তিতে ডিসিসিআই আরো জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ঋণ তহবিল গঠন করতে পারে এবং এই ঋণ পেলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানসমূহ শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবে।

সংগঠনটি মনে করছে, করোনাভাইরাস মোকাবিলায় তৈরি পোশাক ছাড়া অন্যান্য সম্ভাবাময় রফতানি খাতকেও রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) স্কীমের আওতায় আনা যেতে পারে। পাশাপাশি ব্যাংকগুলোতে যাতে তারল্য সঙ্কট না হয়, সেজন্য আগামী ১ বছরের জন্য ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) এর ন্যূনতম মাত্রা কিছুটা শিথিল করা যেতে পারে।

এছাড়া সংগঠনটি অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুণঃঅর্থায়ন তহবিলের সঙ্গে সমন্বয় করে ‘স্বল্প সুদের এমএসএমই অর্থায়ন সুবিধা’ তৈরি করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত রক্ষায় বাণিজ্যিক ভাড়া, বিদুৎ বিল, গ্যাস ও পানির ব্যবহার এবং লাইসেন্স নবায়নের উপর আগামী ১ বছর পর্যন্ত ভ্যাট প্রত্যাহার দাবি করেছে।

ব্যবসায়ীদের এই সংগঠনটির মতে, বেসরকারি খাতের আর্থিক ব্যয়ভার লাঘবে সরকার আমদানি, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত জিনিসপত্র, মেডিকেল সরঞ্জাম এবং রফতানিমুখী উৎপাদনশীল শিল্পের উপর থেকে আগামী ১ বছরের জন্য অগ্রিম কর (এটি) এবং ভ্যাট মওকুফ করতে পারে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তিশ্রেণির কর আদায়ে ও কর্পোরেট কর হারে কিছুটা ছাড়ের বিষয় ভাবতে পারে।

এদিকে, ডিসিসিআই করোনাভাইরাসের মহামারি থেকে জনগণ ও অর্থনীতিকে মুক্ত করতে আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছে সরকারকে। অর্থনৈতিক মন্দা যাতে কোন ক্ষতি করতে না পারে সেজন্য সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংকের কাছে বিশেষ জরুরি অর্থায়ন সুবিধার জন্য আবেদন জানাতে পারে যা অর্থপ্রবাহ বাড়াতে বিশেষ সহায়ক হবে। পাশাপাশি, সব রাষ্ট্রীয় ঋণ পরিশোধের কিস্তি আগামী এক বছরের জন্য স্থগিত করতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রস্তাব দেয়া যেতে পারে।

প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষায় সংগঠনটি আর্থসামাজিক ভারসাম্য রক্ষার্থে সামাজিক নিরাপত্তা বলয় বৃদ্ধি করে প্রান্তিক ও শ্রমজীবী, চাকরি হারানো মানুষ, অতি ক্ষুদ্র ও অপ্রাতিষ্ঠানিক খাত যা এসএমইর জন্য প্রধান সাপ্লাইচেইন হিসেবে কাজ করে তাদের অর্ন্তভুক্ত করার অনুরোধ করেছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার সীমা নির্ধারণ ও জনসাধারণে কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।

ডিসিসিআই আশা করছে, এসব সুপারিশ বিবেচনা করা হলে সরকারি,বেসরকারি উভয়খাত,অর্থনীতি ও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে এবং আমরা এই বৈশ্বিক ক্রান্তিকাল মোকাবিলা করতে পারবো।

অন্যদিকে, দেশের অর্থনীতির স্বার্থে করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তাকে সাধুবাদ জানিয়েছে দেশের ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠনটি। একইসঙ্গে অর্থনীতির বৃহত্তর স্বার্থে সরকার যেসব পদক্ষেপ নেবে তার সঙ্গে ডিসিসিআইয়ের একাত্মতা বজায় থাকবে বলেও জানিয়েছে।