ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

করোনা বিপর্যয়ের মধ্যেও দেশে জাপানি বিনিয়োগ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

করোনা মহামারির সময়েও থেমে নেই বিদেশি বিনিয়োগ। চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা (১৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে জাপানের খ্যাতনামা বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো কর্পোরেশন। নিপ্রো কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেড, দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেড-এর সাথে মিলে গঠন করেছে নতুন কোম্পানি, নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড।

গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এসময় কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জামের মান নিশ্চিত করে দেশ-বিদেশে বাজারজাত করবে নতুন এই প্রতিষ্ঠানটি।

নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও এসময় জেএমআই গ্রুপের চারটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতার তুলে ধরেন। তিনি বলেন, “জেএমআই মানসম্মত পণ্য উৎপাদন করে আমাদের আস্থা অর্জন করেছে। এ কারণে তাদের সাথে পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে নিপ্রো জেএমআই মার্কেটিং-এ বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা হয়নি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো নিপ্রো জেএমআই মার্কেটিংও পণ্যের গুণগত মান নিশ্চিতের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক বলেন, করোনা মহামারীর মধ্যেও জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রোর নতুন বিনিয়োগের মাধ্যমে আবারো প্রমাণিত হলো যে, জেএমআই দেশে যেসব পণ্যসামগ্রী উৎপাদন করছে, তা আন্তর্জাতিকমানের। জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে গড়া নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের ক্রেতা ও ভোক্তারা সাশ্রয়ী দামে উন্নতমানের সামগ্রী ব্যবহারের সুযোগ পাবেন।”

জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৬৮০ কোটি টাকার (৮০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছে নিপ্রো কর্পোরেশন। নানা অপপ্রচারের মধ্যেও জেএমআই গ্রুপের প্রতি আস্থা রাখায় নিপ্রো কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পালসহ অনেকে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো জেএমআই কোম্পানির লিমিটেডের প্রোডাকশন বিভাগের সহকারী ব্যবস্থাপক সুগাওয়ারা নিকাও।