ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গণপরিবহনে উঠার সময় এখন যেসব বিষয় না মানলেই বিপদ!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ জুন ২০২০  

দীর্ঘ লকডাউনে ঘরে থাকার পর এখন কর্মস্থলে যাওয়ার পালা! অনেকেই আগের মতোই ব্যস্ত জীবনে ছুটছেন। তবে কার শরীরে করোনাভাইরাস রয়েছে তা কারো পক্ষেই জানা সম্ভব নয়। 

এভাবেই জীবন হাতের মুঠোয় নিয়ে জীবিকার তাগিদে রাস্তায় বের হচ্ছেন কর্মজীবীরা। অন্যদিকে লকডাউনের পর চালু হয়েছে গণপরিবহন ব্যবস্থা। আর সবার তো সামর্থ্য নেই যে, ব্যক্তিগত গাড়িতে চড়ে চলাফেরা করবে। তাই যদি গণপরিবহন ব্যবহার করতেই হয় তবে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি।

বিশ্ব জুড়ে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। বাস, অটোসহ যে কোনো গণপরিবহনে শারীরিক দূরত্ব বজায় রাখাও খুব মুশকিল। রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব বেশি। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘেঁষাঘেঁষি করে গণপরিবহনে যাতায়াতের ফলে ড্রপলেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা অন্যান্য জায়গার তুলনায় ঘণ্টায় ২০ থেকে ৩০ গুণ বেশি। তাই সাবধান হতে হবে অনেক বেশি। তবে কী কী নিয়ম মেনে চললে কিছুটা নিরাপদে থাকা সম্ভব? জানালেন বিশেষজ্ঞরা।

> খুব ভিড় বাসে উঠবেন না। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে লাইন দিয়ে বাসে উঠবেন। চেষ্টা করবেন জানলার কাছে থাকতে যাতে বাইরের বাতাসে শ্বাস নেয়া যায়।

> তিন স্তরীয় মাস্ক পরার চেষ্টা করুন। হাতে বানানো কাপড়ের মাস্ক হলে তা যেন তিন স্তরবিশিষ্ট হয়। যদি ভিড়ের মধ্যে সাধারণ মাস্ক কার্যকর নয়। সার্জিকাল মাস্ক পরলে ড্রপলেট থেকে সহজে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে না।

> বাস বা ট্রেনে যাওয়ার সময় ফেস শিল্ড ব্যবহার করতে পারলে ভালো হয়।

> যতই কষ্ট হোক কোনোভাবেই নাকে, মুখে বা চোখে হাত দেবেন না। একান্ত দিতেই হলে হাত সাবান দিয়ে ধুয়ে তার পর হাত দিন। কাজ শেষে আবারো সাবান ব্যবহার করুন।

> বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে অবশ্যই গোসল করুন।

> ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান নিতে ভুলবেন না।

> কোনো অবস্থাতেই রাস্তার আশেপাশের দোকান থেকে পানি বা খাবার খাবেন না।

> বাড়ি থেকে কর্মস্থল অল্প দূরত্বের হলে হেঁটে যাওয়ার চেষ্টা করুন।

> ট্যাক্সি বা উবারচালিত গাড়িতে গেলে চালকের পাশে বসবেন না, পিছনে বসুন।

> বাস বা ট্রেন থেকে নেমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে টুপি, গ্লাভস, মাস্ক ও ফেস শিল্ড খুলে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নিন।
গণপরিবহন ব্যবহার করলে সার্জিকাল অথবা কাপড়ের ত্রি স্তরীয় মাস্ক ব্যবহার করুন।

> গণপরিবহনে উঠে মোবাইল ফোন প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। মোবাইল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

> এই সময় সঙ্গে সবসময় আদার টুকরা রাখুন। আদা মুখে রাখলে গলার সংক্রমণ কিছুটা আটকানো যায়।

> খাবার খাওয়ার পূর্বে লবণ পানিতে গার্গল করে নিতে পারলে ভালো হয়।