ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ক্রিকেটার লিটন দাসের স্ত্রী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনাভাইরা স প্রকট আকার ধারণ করায় থমকে আছে পুরো পৃথিবী। যার কার ণে সবাইকে বাসায় গৃহব ন্দী হয়ে থাকতে হচ্ছে। আর এমন কঠিন পরিস্থিতিতে দূর্ঘট নার শি’কার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা।

নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোর ণে আহ ত হোন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, গত পরশু (২৭ মার্চ) চা বানাতে গিয়েই এমন দূর্ঘট নার শিকার হোন সঞ্চিতা। মূলত সিলিন্ডার সংযোগে ছিদ্র থাকায় এমন বিষ্ফোর ণের ঘটে।

তবে মুখের সামনের অংশ বাঁচাতে গিয়ে হাতের কিছু অংশ পু ড়ে যায় বলে জানা যায়। এছাড়া চুলের বেশিরভাগ অংশেও আ গুন লাগে। বিষ্ফোর ণের ফলে রান্নাঘরের দেওয়ালের কিছু অংশ গা য়ে পরে। তবে শারী রিকভাবে গু’রুত’র চোট পেলেও বড় বি পদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

এখন মোটামুটি সুস্থ আছেন। তবে এমন অনুভূতি প্রকাশ করার মতো না। মৃ ত্যুর খুব কাছ থেকে ফিরে আসা লিটনের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন;“আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারবোনা। আর সেতা আমার পক্ষে ভালো ও সহজ হবেনা।

কার ণ মৃ ত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পু ড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে। এটা খুবই বি রক্তিকর, কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারবো। যদি মুখে আ গুন লেগে যেত জানিনা কি হত। সুতরাং সবাই সাবধান।”

এছাড়াও ব্যক্তিগতভাবে এগিয়ে আসছেন অনেক ক্রিকেটার। লিটন দাস ফেসবুকে সে খবরই জানালেন। তাঁর স্ত্রী অবশ্য জানালেন আরেক খবর। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, সং’কটময় এ সময়ে গরিব-দুঃ খীদের সাহায্যে লিটন তাঁকে কী সাহায্যটাই না করেছেন!

লিটনের স্ত্রী সঞ্চিতা ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। পলিথিনের ব্যাগে প্যাকেট করা খাবারের স্তূপের ছবি। সঞ্চিতা লিখেছেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতটুকু পেরেছি কেনার চেষ্টা করেছি। কাজটা ঝুঁ কিপূর্ণ ছিল। কার ণ এখন ঘরে নিজেকে আ টকে (কোয়ারেন্টিন) রাখার সময়।

দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’ সঞ্চিতা এরপর সে লেখায় আলাদা একটি লাইনে লিখেছেন, ‘লিটন দাস, এই সং কটময় মুহূর্তে তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ, তা কখনো ভুলব না। ধন্যবাদ।’ সঞ্চিতার যখন এ পোস্ট করেছেন প্রায় একই সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিটনও একটি পোস্ট করেন।

 

বেশ বড় সে পোস্টের মূল বিষয় ছিল, করোনাভাইরা স প্রতি’রোধে ক্রিকেটারদের উদ্যোগ নিয়ে। তার চুম্বক অংশ তুলে ধরা হলো, ‘আপনারা সবাই জানেন করোনাভাইরা সের সংক্রম ণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রো গ। এই রো গ প্রতি’রোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

 

করো’না ভাইরা স প্র’তিরো’ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে। সেটির অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকা ও গত তিন মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা আমরা মোট ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে কোভিড-১৯ রো গে আক্রা ন্ত ও সাধারণ মানুষ, যাদের গৃহব ন্দী থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক ক ষ্ট হয়। আমাদের তহবিলে জমা পড়েছে প্রায় ৩০ লাখ টাকার মতো। কর কেটে থাকবে ২৬ লাখ টাকা।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ ওপেনার আরও লিখেছেন, ‘করো’নার বিরু দ্ধে জিততে হলে আমাদের এই উদ্যোগ হয়তো যথেষ্ট নয়। কিন্তু যাদের সামর্থ্য আছে সবাই যদি এক সঙ্গে এগিয়ে আসেন কিংবা ১০জনও যদিও এগিয়ে আসেন, এই ল ড়াইয়ে আমরা অনেক এগিয়ে যাব।…টাকা দিয়ে না হোক, হতে পারে দুস্থ মানুষকে খাবার কিনে দিয়ে। আসুন পুরো দেশকে আমরা একটা পরিবার ভেবে চিন্তা করি এবং এই বি পদে সবাই সবাইকে সহায়তা করি।