ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নিমসার কাঁচা বাজারের সরকারি ইজারার বকেয়া কোটি টাকা!

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

আগামী মাসেই শেষ হবে কুমিল্লার নিমসার কাঁচা বাজারের ইজারার মেয়াদ। তবে মেয়াদ শেষে এখনো বকেয়া রয়েছে সরকারি ইজারার কোটি টাকা। ইজারা মেয়াদ শেষে এসেও সরকারি রাজস্বের এত টাকা বকেয়া আদায়ের প্রশাসনিক কোনো দুর্বলতা রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

সূত্র জানায়, গত বছরের কোটি টাকা বকেয়া থাকার পরও বাজারের রাজত্ব ধরে রাখতে নতুন ইজারার কার্যক্রম স্থগিত চেয়ে আদালতে রিট করেন আব্দুল্লাহ আল মামুন(ইজারাপ্রাপ্ত)। 

জানা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নিমসার দৈনিক কাঁচা বাজারটি প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকায় ইজারা দেয়া হয় স্থানীয় ইজারাদার আব্দুল্লাহ আল মামুনকে। এককালীন ইজারার টাকা পরিশোধের নিয়ম থাকলেও ওই সময় মামুন কৌশলে অল্প টাকা পরিশোধ করে বাজারের ইজারা তুলতে থাকেন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নোটিশ দেয়ার পরও মামুন রাজস্বের বকেয়া টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে মামুন প্রতিপক্ষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টাকা পরিশোধের সময় চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। এদিকে বছর শেষ হয়ে এলেও এত টাকা বকেয়া রয়েছে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য ইজারাদাররা।

বছর শেষে ১৪২৭ বাংলা সনের জন্য নতুন ইজারা ঘোষণা করে উপজেলা প্রশাসন, সে অনুযায়ী দরপত্র ক্রয় করে অন্যান্য ইজারাদারগণ। গত ২৪ ফেব্রুয়ারি সোমবার বুড়িচং উপজেলা প্রশাসনের কার্যালয়ে বাজারের দরপত্র খোলার দিন ধার্য ছিলো। সে অনুযায়ী নিমসার বাজারের দরপত্র খোলা হয়। দরপত্রে দুইজন ইজারাদারের মধ্যে একজন সর্বোচ্চ পাঁচ কোটি ৭১ লাখ ও ২য় পাঁচ কোটি ৫৩ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। এরপর বর্তমান ইজারাদার মামুন নিমসার বাজার নিয়ে আদালতের একটি নির্দেশনা দেখান। নির্দেশনার প্রেক্ষিতে নিমসার বাজারের ইজারার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। 

আদালতের নির্দেশনার বিষয়ে বুড়িচং ইউএনও ইমরুল হাসান জানান, দরপত্র খোলার দিন বর্তমান ইজারাদার মামুন আদালতের একটি নির্দেশনা দেখান। নির্দেশনায় আগামী তিন মাসের জন্য ইজারা কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে আদালতের নির্দেশনাটি অফিসিয়ালি আমাদের কাছে আসেনি বিধায় আমরা এর জবাব দেইনি। অফিসিয়ালি আমাদের কাছে নির্দেশনা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা এবং এর জবাব দেয়া হবে। 

রাজস্ব বকেয়ার বিষয়ে তিনি জানান, কতো টাকা বকেয়া রয়েছে তা এখন নির্দিষ্ট করে বলতে পারবো না। এ বিষয়ে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে পারবেন। 

বছর শেষে এতো টাকা কেন বকেয়া রয়েছে এ প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ইজারাপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন মাসিক রাজস্ব সভায় হাজির হয়ে জানিয়েছেন, তিনি অন্য ইজারাদারদের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি সময় চেয়েছেন। সভায় সর্ব সম্মতিক্রমে সময় দেয়া হয়েছে।

বকেয়া টাকা আদায়ে প্রশাসনিক পদক্ষেপ কী হতে পারে এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, আমরা তাকে সময় দিয়েছি । এখন যথা সময়ে ইজারার বকেয়া টাকা পরিশোধ না করলে পিডি অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।