ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পানিতে ডুবে মরল ছোট্ট মোহাম্মদ ও সুমাইয়া

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

চাঁদপুরের হাজীগঞ্জে আলাদা স্থানে পানিতে ডুবে শিশু সুমাইয়া আক্তার (৭) ও মোহাম্মদ হোসেন নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সুবিদপুর গ্রামের সুবিদপুর উত্তর পাড়া রফিকুল ইসলাম মজুদারের বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে সুমাইয়া আক্তার মারা যায়। অপরদিকে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের সুলতান সর্দার বাড়ির শরিফ হোসেনের ছেলে মোহাম্মদ হোসেন পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সুমাইয়া আক্তার সিলেট জেলার মোহাম্মদ রুমনের মেয়ে। প্রায় তিন বছর আগে তার বাবা ও মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর শিশুটি তার নানা বাড়ি সুবিদপুর গ্রামের জালাল উদ্দিন বেপারি বাড়িতে বসবাস করতো।

জানা গেছে দুপুরে সুবিদপুর উত্তর পাড়া মজুমদার বাড়ির পাশের পুকুরে সমবয়সী তানজিনা, জান্নাত ও সিয়ামসহ অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে শাপলা তুলতে যায় সুমাইয়া। এরপর শিশুটি পুকুরের পানিতে ডুবে গেলে স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাকে খুঁজে না পেয়ে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ নম্বরে ফোন দিলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
 

এর আগে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দলের সদস্য রাজিব হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এরপরেই খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ মরদেহ থানা হেফাজতে নিয়ে গেলে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আমাদের সহযোগিতায় চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

অপরদিকে বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের সুলতান সর্দার বাড়ির শিশু মোহাম্মদ হোসেন পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় পরিবারের লোকজনের খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরে থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা রাজন সর্দার জানান, খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনুস শিশুটির মরদেহ পুলিশি হেফাজতে নেয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, শিশু মোহাম্মদ হোসেনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।