ব্রেকিং:
‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব মায়ের আহাজারি ‘মেয়েটাকে ওরা সবদিক থেকে টর্চারে রাখছিল’ এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে নাইজেরিয়ায় রমজানে রোজা না রাখা মুসলমানদের গ্রেফতার করছে পুলিশ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা জাহাজসহ জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের সবশেষ অবস্থা জানা গেছে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রমজান উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ রোজায় স্কুল খোলা না বন্ধ, সিদ্ধান্ত আজ পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন গাজায় ‘জঘন্য অপরাধ’ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর আম্বানিপুত্রের বিয়েতে যে দামি উপহার দিলেন শাহরুখ-সালমান মেয়র পদে উপনির্বাচন- কুমিল্লায় জয়ী বাহারকন্যা সূচনা
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিএসজিতে মেসি-গার্দিওলা- রোনালদো

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

বিশ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছাড়ছেন বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসি। আর তখন থেকেই ফুটবল বিশ্বের জল্পনা কোথায় যাচ্ছেন মেসি?। কেউ বলছেন পিএসজিতে গিয়ে নেইমারের সঙ্গে যোগ দেবেন মেসি। কারো মতে জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গী হবেন মেসি।

পিএসজির সাবেক মিডফিল্ডার ফ্যাব্রিস প্যানক্রেত আরো একটু বাড়িয়েই বললেন, সময়ের তিন তারকা মেসি, রোনালদো ও নেইমার একই দল পিএসজিতে খেলবেন। শুধু তারাই নন, তাদের দলের কোচ হবেন পেপ গার্দিওলা।

এর আগে বার্সেলোনা ছাড়াতে চান বলে এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়ে দেন মেসি। আর এর পরেই শুরু হয় তাকে নিয়ে বিভিন্ন ক্লাবে আগ্রহের কথা। তবে সবচেয়ে বেশি ম্যানচেস্টার সিটির কথাই শোনা যাচ্ছে। কিন্তু পিএসজি, জুভেন্টাস, ইন্টার মিলান এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারেও গুঞ্জন রয়েছে।

এদিকে এল’কুইপে দাবি করেছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ৩৩ বছর বয়সী মেসির বাবা জর্জের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও ষষ্ঠবারের ব্যালন ডি’অর জয়ীর পাল্লা ম্যানসিটির দিকেই ভারী। কেননা সেখানে রয়েছেন তার পুরোনো গুরু পেপ গার্দিওলা।

সে যাই হোক, পিএসজির হয়ে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত খেলা প্যানক্রেত বিশ্বাস করেন মেসিকে দলে ভেড়াতে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির মাস্টারপ্ল্যান রয়েছে। এমনকি গার্দিওলা ও জুভ তারকা রোনালদোকেও দলে নিতে চায় দলটি।

লে পারিসিয়ানে প্যানক্রেত বলেন, ‘আমার চিন্তাটা আপনাদের বলি। শহরটা কেমন সেটা নাই বলি-কারণ ম্যানচেস্টার বিশ্রী, ধূসর, বৃষ্টি লেগেই থাকে। এমন প্রচুর কারণ রয়েছে মেসির প্যারিসে যাওয়ার। আর রোনালদো ২০২১ সালে যোগ দেবে এবং গার্দিওলাও। ’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় গার্দিওলা ও মেসি আগেই নিজেদের মাঝে কথা বলেছে। তিনি অবশ্যই মেসিকে বলেছেন, আমরা একসাথ হচ্ছি’। আমি তোমাকে ম্যানচেস্টারে চাই, তবে প্যারিসে যাও এবং চিন্তা করোনা পরের বছর আমিও সেখানে যোগ দেব। ’

প্যানক্রেত যোগে করেন, এটা ইতিহাসের প্রথম দল হবে যেখানে ভিনগ্রহের চার ফুটবলার খেলবে: রোনালদো, মেসি, নেইমার, (কিলিয়ান) এমবাপ্পে। সঙ্গে একজন পাগলাটে কোচ।