ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভারতের নাগরিকত্ব বিলের উদ্দেশ্য সম্পর্কে ধোঁয়াশায় শেখ হাসিনা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে সম্প্রতি পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, তিনি ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে সম্প্রতি পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলের প্রকৃত উদ্দেশ্য ঠিক বুঝতে পারছেন না। 

নয়া দিল্লি জানিয়েছে, এ বিলটির ফলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব পাবেন। 

তিনি বলেন, কেন এ বিল...আমি বুঝতে পারছি না। এটা কি নির্বাচনকে উদ্দেশ্য করে করা? মুচকি হেসে তিনি বলেন।

তিনি বলেন, তিনি কখনোই মনে করেন না যে এ বিলটি বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করে থাকে এমন দোষারোপ করার অর্থ বহন করে। আমি এরকম মনে করি না। বাংলাদেশে এ ধরনের ঘটনা নেই। কিছু ঘটনা ঘটছে। কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, ধর্মীয় চরমপন্থা এবং সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা শুধু বাংলাদেশের একক কোনো সমস্যা নয়। তিনি জানান, তিনি বুঝতে পরছেন যে, ভারতের মানুষও এ বিল নিয়ে খুশি নয়। আমি মনে করি, ভারতের এমন কিছু করা উচিত নয় যা উত্তেজনা তৈরি করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আসাম এবং অন্যান্য এলাকায় (বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে) অপ্রতিরোধ্য বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতো। কিন্তু তার সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে থাকা ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় এ ধরনের ঘটনা আর ঘটছে না।

‘প্রতিবেশী দেশ হিসেবে তাদেরও এসব কিছু বিবেচনা করা উচিত।’ 

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বিশাল জনসংখ্যা রয়েছে এবং দারিদ্র্যের হার প্রচুর। শেখ হাসিনা বলেন, আমি প্রতিবেশীদের বলেছি যে, আমাদের কমন একটা শত্রু আছে- দারিদ্র্য; এর বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে।

বুদ্ধিজীবী ও অ্যাক্টিভিস্টদের ওপর নিপীড়নের ঘটনার ব্যাপারে তিনি বলেন, ২০১৬ সালের পর থেকে কোনো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। শেখ হাসিনা বলেন, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা (আমাদের দেশে) একটি নতুন ঘটনা হিসেবে আবির্ভূত হয়েছিল। দেশের মানুষ এবং সরকার পরিষ্কারভাবে এসব হামলার নিন্দা জানিয়েছে এবং হোতাদের ধরতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।

অস্থিতিশীলতা তৈরি করে এমন কার্যকলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণের জন্য একটি স্পেশাল টাস্ক গ্রুপ গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া যারা হুমকি পেয়েছেন তাদেরকে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, ২০১৬ সালের পর এখন পর্যন্ত কোনো ব্লগার কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট হত্যাকাণ্ড ঘটেনি; যা সরকারের নেয়া পদক্ষেপের কার্যকর প্রতিফলন। 

এছাড়া বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডে শূন্য সহণশীলতা নীতি অনুসরণ করা হয়।

তিনি বলেন, আমি কখনোই কাউকে আমাদের দেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে সমস্যা তৈরি করতে দেবো না। কারণ এটা আমার নিজ দেশের শান্তিকেও ক্ষতিগ্রস্ত করবে। আমাদের ঘোষণা হলো, যে কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সহনশীলতা শূন্যের কোঠায়। দেশে যদি শান্তি থাকে, তবে খুব দ্রুতই তুমি সেখানে সমৃদ্ধি অর্জণ করতে পারবে।