ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

রিকশাচালককে মারধরের প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

দেবিদ্বারে এক অটোরিক্সা চালককে মারধরের প্রতিবাদে পান্নারপুল-বাখরাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে পৌরসভার মরিচাকান্দায় পান্নারপুল-বাখরাবাদ সড়কে বাঁশ, লাঠি, গাছ ফেলে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে দেবিদ্বার থানা পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দোষীকে অবিলম্বে গ্রেফতার করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এই ঘটনায় বুধবার সকাল দুপুর ১২টায় আহত জীবন মিয়ার বাবা মো. হোসেন বাদি হয়ে দেবিদ্বার থানায় সিএনজি চালক হামলাকারী মো. আনোয়ার হোসেন (২৭)  কে আসামী করে একটি মামলা দায়ের করেন। আনোয়ার হোসেন উপজেলার ভিংলাবাড়ি এলাকার বদিউল আলম ওরফে বদির মিয়ার ছেলে। 

এলাকাবাসী জানান, অবিলম্বে হামলাকারী আনোয়ারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা দীর্ঘদিন ধরে পান্নারপুল স্ট্যান্ড এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছে। যখন তখন মানুষকে মারধর করে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। সিএনজি স্ট্যান্ডের ইজারা আনলেও অটোরিক্সা থেকেও চাঁদা তুলে। চাঁদা না দিলে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করে।  স্ট্যন্ডের ইজারাদার আল আমিন জানান, কোন রিক্সা বা অটো রিক্সা থেকে চাঁদা নেওয়ার নিয়ম নেই। কিন্তু একটি চক্র রিক্সা থেকেও চাঁদা তুলে। রিক্সাচালক স্ট্যান্ড থেকে কোন যাত্রী উঠালে চালককে মারধর করে।  

ঘটনার বিবরণে জানা যায়, ১লা নভেম্বর  রোববার  সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের অটোরিক্সা চালক জীবন মিয়া পান্নারপুল বাসস্ট্যান্ডে বাখরাবাদ এলাকার এক যাত্রীর নিকট ১৫০ টাকা রিজার্ভ চান। এর আগে সিএনজি চালক আনোয়ার ওই যাত্রীর কাছে রিজার্ভ ভাড়া চান ৪০০ টাকা। রিক্সাচালক  জীবন মিয়া ১৫০ টাকা ভাড়া চাওয়ায় এ নিয়ে সিএনজি চালক আনোয়ারের সাথে জীবন মিয়ার হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে জীবন মিয়া রাতে মরিচাকান্দা নিজের বাড়ি যাওয়ার পথ আটক করে বেধরক লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ডান পা ভেঙ্গে ফেলে।  পরে তার  আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে  প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান,  অটোরিক্সাচালক জীবন মিয়াকে মারধরের প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী পান্নারপুর-বাখরাবাদ সড়ক অবরোধ করেছিলো। পরে সাথে সাথে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলাকারী  আনোয়ারকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।