ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সামান্য বৃষ্টিতে লাকসামের হারাখাল-কৃষ্ণপুর সড়কে জলাবদ্ধতা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  

লাকসামের হারাখাল-কৃষ্ণপুর সড়কের বেহাল দশা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতে গ্রামীণ সড়কটিতে জলাবদ্ধতা এবং খানাখন্দের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পথচারি৷

জানা যায়, উপজেলার উত্তরদা ও আজগরা ইউনিয়নের কয়েকটি গ্রামের অধিবাসীদের চলাচলের জন্য হারাখাল-কৃষ্ণপুর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে হারাখাল, কৃষ্ণপুর, হালিয়া, চরবাড়িয়া, ষোলাপুষ্করিনী, উত্তরদা, চন্দনাসহ বিভিন্ন গ্রামের মানুষ যাতায়াত করে। সড়কটিতে সিএনজি, ইজিবাইক, পণ্যবাহী ভ্যান, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের আংশিক পাকাকরণ হলেও বেশিরভাগ এখনো কাচা। এতে কাদায় একাকার ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। চলতি বর্ষা মৌসুমে সড়কটির বেশিরভাগ অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যেন ফসলী জমিতে পরিণত হয়েছে।

স্থানীয় সমাজসেবক আবদুল আজিজ জানান, দীর্ঘদিন সড়কটির সংস্কার হয়নি। বৃষ্টি হলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও কষ্টকর। সড়কের বেহাল দশার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের চরম কষ্টে চলাচল করতে হয়। এ যেন ভোগান্তির শেষ নেই।

উত্তরদা ইউপি সদস্য মাসুদুল হক জানান, সড়কটির দুরাবস্থার কারণে কয়েকটি গ্রামের মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার দরকার।

উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সড়কটি উন্নয়নের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সরকার এখন যেভাবে উন্নয়ন করছে তাতে কোনো সড়কই অনুন্নত থাকার কথা নয়। ক্রমান্বয়ে সকল সড়কের আধুনিকায়ন হবে।