ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সৌদিতে যেসব বাংলাদেশি হাফেজরা তারাবি পড়াচ্ছেন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ মে ২০১৯  

সম্প্রতি দেশ-বিদেশে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশি হাফেজে কোরআনরা। 

মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছরই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজে কোরআনরা ক্রিকেটারের চেয়ে বড় বিশ্ব চ্যাম্পিয়ন-রানার্স আপ অর্জন করে পুরো বিশ্বের কাছে লাল সবুজের পতাকার পরিচিতি বৃদ্ধি করেছেন। স্বয়ং ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এ কথা স্বীকার করেছেন।

সৌদি প্রবাসী কারি মুহাম্মদ রায়হান উদ্দীন সংবাদমাধ্যমের কাছে প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফেজে কোরআনরা সৌদিতে তারাবির ইমামতি করে লাল সবুজের পতাকা ও বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি করেছেন।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সৌদিতে প্রবাসী জীবনে আছি। এবার মনে ভিন্নরকম প্রশান্তি পাচ্ছি, বিভিন্ন সৌদি মসজিদে গিয়ে বাংলাদেশি হাফেজে কোরআনের কণ্ঠে কোরআন তেলোয়াত শুনে মন জুড়িয়ে যায়।

এবার শতাধিক বাংলাদেশি হাফেজে কোরআন সৌদিতে তারাবি ও নামাজের ইমামতি করছেন, তন্মধ্যে পরিচিত কয়েকজনের পরিচিতি তুলে ধরা হলো। যারা দেশের বাইরে লাল সবুজের পতাকা উড্ডীন করে দেশের সুনামখ্যাতি বয়ে আনছে।

(১) মাওলানা আব্দুল খালেক নিজামী। পিতা. জনাব সুলতান আহমদ থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার। তিনি তারাবির ইমামতি করছেন ফয়সালিয়া জামে মসজিদ দারুচ্ছালাম, তাহলিয়া রোড়, জেদ্দা, সৌদি আরব।

(২) মাওলানা কারী রায়হান উদ্দীন পিতা: জনাব নুর হুসাইন থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে আল ফারুক জেদ্দা, সৌদি আরব।

(৩) মাওলানা হাফেজ শহীদুল্লাহ পিতা: জনাব আব্দুল্লাহ থানা: সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী। তারাবির ইমাম মসজিদ-ই জমহুর আর ক্বামআরী আল ফাইহা, দাম্মাম, সৌদি আরব।

(৪) মুহাম্মদ হাফেজ জমির উদ্দীন পিতা: জনিব হুসাইন আহমেদ থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে জামে ইবনে তাইমিয়া হায়ান্নাহযা, জেদ্দা, সৌদি আরব।

(৫) মাওলানা হাফেজ হাবিবুল্লাহ পিতা: মাওলানা জাফর আলম থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার। তারাবির ইমাম শায়খ রায়হান জামে মসজিদ আবাহা, মাহাইল, সৌদি আরব।

(৬) মুহাম্মদ হাফেজ নু’মান হুসাইন পিতা: জনাব নাসির উদ্দীন থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী। তারাবির ইমাম জামে আবু বকর সিদ্দীন বিআলিল জুহাইনি বারেক, আবাহা, সৌদি আরব।

(৭) মুহাম্মদ হাফেজ আরিফ উল্লাহ পিতা: জনাব আখতার হুসাইন থানা: লোহাগাড়া, জেলা: চট্রগ্রাম। তারাবির ইমাম শায়খ খালেদ ইউছুফ জামে মসজিদ শারে মিনা, জেদ্দা, সৌদি আরব।

(৮) মুহাম্মদ হাফেজ তৌহিদুল ইসলাম পিতা: জনাব শামশুল ইসলাম থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে আল ফারুক আবাহা, আল নামাছ, সৌদি আরব।

(৯) মুহাম্মদ হাফেজ জাবেদ হুসাইন পিতা: জনাব আব্দুল মোতালেব থানা: রাজউর, জেলা: মাদারীপুর। তারাবির ইমাম মসজিদে জামে তাওহীদ গোয়েজা, সৌদি আরব।

(১০) মুহাম্মদ হাফেজ সাইফুল আজিজী পিতা: মাওলানা আজিজুল ইসলাম থানা: ভাদুঘর, জেলা: বি-বাড়িয়া। তারাবির ইমাম মসজিদে আন নূর খামিস মুসায়েত, সৌদি আরব।

(১১) মুহাম্মদ হাফেজ জাকারিয়া কাতেবী পিতা: জনাব আব্দুল্লাহ জাহাঙ্গীর থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার। তারাবির ইমাম মসজিদে আল ওয়ালিদাইন জাওরানা, মক্কা, সৌদি আরব।

(১২) মুহাম্মদ হাফেজ আবুল মাসুম পিতা: জনাব ইউনুছ থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদ আবু ওয়ালিদ (রা.) মাহমিদ, জেদ্দা, সৌদি আরব।

(১৩) মুহাম্মদ হাফেজ জুবাইর পিতা: জনাব আব্দুল কাদির থানা: লোহাগাড়া, জেলা: চট্রগ্রাম। তারাবির ইমাম মসজিদে ঈসা আর রাফী আবহা হাবিল, সৌদি আরব।

(১৪) মুহাম্মদ হাফেজ হুজাইফা পিতা: জনাব মাওলানা আব্দুল হান্নান থানা: পরান শাহ, জেলা: সিলেট। তারাবির ইমাম মসজিদুল খালেদিয়া আবহা, জেদ্দা, সৌদি আরব।

(১৫) মুহাম্মদ হাফেজ শহিদুল্লাহ পিতা: মাওলানা মহিব্বুল্লাহ থানা: লোহাগাড়া, জেলা: চট্রগ্রাম। তারাবির ইমাম মসজিদে আবু হুরাইরা (রা.) বাহরা মুজাহিদিন, জেদ্দা সৌদি আরব।

(১৬) মুহাম্মদ হাফেজ আবদুল গফুর পিতা: ছৈয়দ আহমদ থানা: মহেশখালী, জেলা: কক্সবাজার। তারাবির ইমাম মসজিদে জাবের বিন সালমান জিজান, সৌদি আরব।

(১৭) মুহাম্মদ হাফেজ ওবায়দা পিতা: জনাব মাওলানা আব্দুল হান্নান থানা: পরান শাহ, জেলা: সিলেট। তারাবির ইমাম মসজিদে হাইয়াল ওয়াসেফ আবহা, সৌদি আরব।

(১৮) মুহাম্মদ হাফেজ মাহদি হাসান পিতা: জনাব কামাল উদ্দীন থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী। তারাবির ইমাম মসজিদে আব্দুল্লাহ আল বিশা, সৌদি আরব।

(১৯) মুহাম্মদ হাফেজ ইয়াছিন রোকন পিতা: জনাব নুরুল কবির থানা: আনোয়ারা, জেলা: চট্টগ্রাম। তারাবির ইমাম মসজিদে জামে শায়খ আব্দুল আজিজ জারিবী আল খারাজ সিটি, রিয়াদ, সৌদি আরব।

(২০) মুহাম্মদ হাফিজ ইয়াহয়া মানসুর পিতা: জনাব মনসুর আহমদ থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ। তারাবির ইমাম মসজিদে শায়খ আব্দুল্লাহহ জেদ্দা, সৌদি আরব।