ব্রেকিং:
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে কোদাল দিয়ে পিটিয়ে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে হত্যা করেছেন পল্লী চিকিৎসক। মঙ্গলবার সকাল পৌনে ৭ টায় এ ঘটনা ঘটে। সিসিটিভিতে রেকর্ড ৪৮ সেকেন্ডের ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে পাকা সড়কে হুইল চেয়ারে বসে ছিলেন শারীরিক প্রতিবন্ধী মোঃ আমির হোসেন (৬৫)। এসময় হঠাৎ কোদাল নিয়ে তাকে আঘাত করেন পল্লী চিকিৎসক ওসমান গনি নাসিম (৫৫)। কোদালের আঘাতে আমির হোসেন হুইল চেয়ার থেকে মাটিতে পড়ে যান। এরপরও কোদাল দিয়ে তাকে পেটাতে থাকেন ওসমান গনি নাসিম।
সংবাদ পেয়ে আমির হোসেনের লোকজন তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আমির হোসেনকে মৃত ঘোষনা করেন।
আহত হাবিবুর রহমান (৩০) কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং শরীফ (২৫) ও মহিউদ্দিন (২২) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় পল্লী চিকিৎসক ওসমান গনী নাসিমসহ ৯ জনকে আসামি দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহত আমির হোসেনের মেয়ে সালমা আক্তার।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, টামটা গ্রামের পল্লী চিকিৎসক ওসমান গনি নাসিম এবং মোঃ আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা আপন মামাতো ফুপাতো ভাই। উক্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে মোঃ আমির হোসেন (৬৫) বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গেলে তাকে একা পেয়ে প্রতিপক্ষ ওসমান গনি নাসিম (৫৫) অতর্কিতভাবে হামলা করলে আমির হোসেন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহত শারীরিক প্রতিবন্ধী মোঃ আমির হোসেন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এঘটনায় পুলিশ টামটা গ্রামের মৃত শহিদুল্লাহ মাষ্টারের তিন ছেলে ওসমান গনি নাসিম (৫৫), মোঃ শামীম ওসমান (৪৮) ও মোঃ শাহাদাৎ (৩৫) এবং ওসমান গণি নাসিমের দুই ছেলে মোঃ সিয়াম (২৭) ও মোঃ সিহাব (২৯) কে গ্রেফতার করে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে প্রেরণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি জোরদার করা হয়।