ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া সেকান্দর চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন ইঁদুরের শত্রু, কৃষকের বন্ধু জাকির হোসেন বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত ৩০ কুমিল্লায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪ দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল ছাগলনাইয়ার দিদারের
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

১৩০ বছর পর বদলে গেল কিলোগ্রামের সংজ্ঞা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২১ মে ২০১৯  

এক কিলোগ্রাম বলতে এত দিন জানা ছিল, প্যারিসের উপকণ্ঠে সেন্ট ক্লাউডে রাখা প্ল্যাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি সিলিন্ডার। যা এখনও রাখা আছে দু’টি কাচের জারের ভেতর।

১৩০ বছর ধরে এটাই ছিল এক কিলোগ্রামের মাপ। ২০ মে বিশ্ব মেট্রোলজি ডে-তে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির হান্টিংটন হলে কিলোগ্রাম, অ্যাম্পিয়ার, কেলভিন ইত্যাদি ইউনিটের নতুন সংজ্ঞা দিয়েছেন নোবেলজয়ী পদার্থবিদ উলফগ্যাং কেটের্লে।

এসআই ইউনিটকে আরো নিখুঁত করতে বিজ্ঞানীরা এমন ভাবে ইউনিটগুলোর ব্যাখ্যা দিচ্ছেন, যাতে সেই উপায়ে মাপটি চিরকালীন থাকে। দেখা গেছে, প্ল্যাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুতে তৈরি এক কিলোগ্রাম ভরটি ১৩০ বছরে ৫০ মাইক্রোগ্রামের মতো কমে গিয়েছে। এই অসুবিধা আটকাতেই পদার্থবিদ্যার কিছু ধ্রুবক সংখ্যার সাহায্য নেয়া হচ্ছে পরিমাপের সংজ্ঞায়।

যেমন কিলোগ্রামের ক্ষেত্রে সাহায্য নেয়া হচ্ছে প্ল্যাঙ্ক’স কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবকের (h)। যার মান ৬.৬২৬০৭০১৫X১০-৩৪ (মিটার)২ কিলোগ্রাম/সেকেন্ড। 

নোবেলজয়ী পদার্থবিদ কেটের্লে যে গণনা করে দেখিয়েছেন, নির্দিষ্ট কিছু সংখ্যক ফোটনের ভর এক কিলোগ্রামের সমান বলা যায়। ফোটন কণার মাধ্যমে সংজ্ঞা তৈরি হলে তার পরিমাপে গলদ থাকবে না। যেমন কেটের্লের গণনা দেখিয়েছে, সিজিয়াম পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘের ১.৪৭৫৫২১৪X১০৪০ গুলি ফোটনের ভর এক কিলোগ্রাম।

এই নতুন সংজ্ঞা বিজ্ঞানীরা এই কারণে তৈরি করছেন, যাতে পরিমাপটি সব সময় ধ্রুবক থাকে। প্ল্যাটিনাম-ইরিডিয়ামের সংকর, প্যারিসে দু’টি কাচের জারের আড়ালে থাকা সত্ত্বেও তার ভর ১৩০ বছর পর ১ কিলোগ্রামে আটকে রাখা যায়নি। ৫০ মাইক্রোগ্রাম কমে গিয়েছে।

কেটের্লে বলেছেন, থিওরি অনুযায়ী, এই সংজ্ঞা মোটেই জটিল নয়। প্রতি হাই স্কুলে শিক্ষকরা ছাত্রদের বিজ্ঞানের ক্লাসে এই ঐতিহাসিক পরিবর্তনের কথা শোনাবেন। ভরের ক্ষেত্রে একটি ধাতুর উপর নির্ভরতা ছেড়ে জোর দেয়া হয়েছে ফোটন, তার তরঙ্গের উপর। যা ভবিষ্যতে আরো নিখুঁত করবে ভরের গণনা। 

কেটের্লের কথায়, ফোটন, পরমাণু, তরঙ্গদৈর্ঘ মাপার প্রতিটি নতুন পদ্ধতি যত নিখুঁত হবে, ভরের মাপও তত নিখুঁত হবে। মানুষের তৈরি কোনো বস্তু এত নিখুঁত ভাবে পরিমাপ রাখতে পারবে না।