ব্রেকিং:
শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার
  • শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আবেদনের সঙ্গে সঙ্গেই ভারতের ভিসা পাবে বাংলাদেশিরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

ভারতে ভিসা পেতে আর অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। আবেদন করার প্রায় সঙ্গে সঙ্গেই হাতে ভিসা পেয়ে যাবেন তারা। কারণ, ভারতে আসার জন্য বাংলাদেশিদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দূতাবাস। 

এবার বাংলাদেশিরা যাতে অতি দ্রুত ‘মেডিক্যাল ভিসা’ পান তার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

প্রতি বছর প্রচুর বাংলাদেশি ভারতে আসেন। তাদের একটি বড় অংশই আসেন চিকিৎসার জন্য। এদের মধ্যে একটি অংশ চেন্নাই, ব্যাঙ্গালুরু বা হায়দ্রাবাদ গেলেও অধিকাংশই চিকিৎসার জন্য যান কলকাতা। এ ছাড়াও বেড়ানোর জন্যও আসেন অনেকেই। 

ভারত সরকার জানিয়েছে, যারা চিকিৎসার জন্য আসবেন তাদের ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। যারা চিকিৎসার জন্য আসবেন তাদের অতি দ্রুত মেডিক্যাল ভিসা পাইয়ে দেওয়ার জন্যই এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার।

গত রবিবার থেকেই চালু হয়েছে এই নতুন নিয়ম। ভারতে যাওয়ার ভিসার জন্য আবেদন করার পরের দিনই রোগীদের দেওয়া হবে মেডিক্যাল ভিসা। 

ভারতীয় সহকারী হাইকমিশনার জানান, ভারতের ভিসা দপ্তরে আবেদন পৌঁছনোর একদিন পরেই রোগী এবং তাদের আত্মীয়দের ভিসা সংক্রান্ত কাগজপত্র দিয়ে দেওয়া হবে। যার মেডিক্যাল ভিসার জন্য আবেদন করবেন, তাদের আবেদনপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে। আবেদন জমা দেওয়ার পর প্রথম কাজের দিনই তারা ভিসা পেয়ে যাবেন।

মনোজ কুমার বলেন, ‘যারা মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেন তারা কাগজপত্র জমা দেওয়ার জন্য আগাম তারিখ পেয়ে থাকেন। শারীরিক অসুস্থতার সঙ্গে কোনওভাবেই আপস করা সম্ভব নয়। সেক্ষেত্রে, তারা যাতে তাড়াতাড়ি চিকিৎসা পান, সেই কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।' আগামী দিনে পর্যটক ভিসা দেওয়ার ক্ষেত্রেও আবেদনকারীদের দ্রুততার সঙ্গে তা দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান তিনি।’

এদিকে, বাংলাদেশিদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোনো ভিসা ফি লাগবে না। তবে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) হিসেবে ৮০০ টাকা দিতে হয়।