ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত কুমিল্লায় তিন উপজেলায় বিজয়ী যারা- মনোহরগঞ্জে ভোটার না থাকলেও বিজয়ী প্রার্থীর পক্ষে ৭৭ হাজার ভোট! ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

গাড়িচালককে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে গেলো দুর্বৃত্তরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লার দেবিদ্বারে পূর্ব বিরোধের জের ধরে মো. রহিম সরকার নামে এক গাড়ি চালককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা রহিম সরকারকে মৃত ভেবে রাস্তায় ফেলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের মধ্যনগর বহুমুখী মাদরাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন রহিম সরকারের স্ত্রী দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। তবে ২৭ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আহত মাইক্রোবাস চালক রহিম সরকার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের সামাদ সরকারের ছেলে। হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্তরা হচ্ছে- উপজেলার বক্রকান্দি গ্রামের ফয়েজ উল্লাহ ভূঁইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া, সালমান ভূঁইয়ার ছেলে আবু সাঈদ, জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে নাজিম, রফিক ভূঁইয়ার ছেলে আলাউদ্দিন, আলী আকবরের ছেলে কাউসার আহমেদ, আব্দুল মালেকের ছেলে মমিন ভুঁইয়া। এর মধ্যে অভিযুক্ত কাউছার আহম্মদ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুমিন ভূঁইয়া স্থানীয় বিএনপি নেতা হিসেবে বেশ পরিচিত বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন রহিম সরকার সাংবাদিকদের জানান, ‘গত সোমবার সকাল ৬টার দিকে আমি গ্রামে রাস্তায় হাটতে বের হই, বিএনপির ক্যাডার কাউছার আহাম্মদ ভূইয়ার নেতৃত্বে সন্ত্রাসী মুমিন ভূঁইয়া, শাহাদাত ভূইয়া,  আবু সাঈদ ভূইয়া, নাজিম ভূইয়াসহ আর কয়েকজন মোটর সাইকেল দিয়ে আমার গতিরোধ করে, আমাকে টেনে হেচরে মধ্যনগর বহুমুখী মাদ্রাসার পূর্ব পাশে একটি কালভার্টের ওপর নিয়ে যায়। এসময় তাদের হাতে থাকা রাম দা, লোহার রড, হকিস্টিক ও গাছের ডাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আমাকে গুরুতর আহত করে। তারা আমার দুই পা ও দুই হাত ভেঙে  দেয়। আমি চিৎকার করলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। তারা আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
মামলার বাদি রহিম সরকারের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, হামলাকারীরা আমার স্বামীর পুরো শরীর রড, রামদা ও হকিস্টিক দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে। বর্তমানে সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে। আমি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।