ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত কুমিল্লায় তিন উপজেলায় বিজয়ী যারা- মনোহরগঞ্জে ভোটার না থাকলেও বিজয়ী প্রার্থীর পক্ষে ৭৭ হাজার ভোট! ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

চান্দিনায় সড়কে রেখে যাওয়া সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

অসুস্থ বৃদ্ধ বাবাকে হাসপাতাল থেকে বাড়ি নেয়ার কথা বলে মহাসড়কের পাশে ফেলে রেখে যান ছেলে। পরে ঐ বৃদ্ধের দায়িত্ব নিয়ে হাসপাতালে ভর্তি করান চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

শুধু তাই নয়, হাসপাতালে ভর্তির সময় অভিভাবকের স্থানে নিজের নাম লেখান এ ইউএনও। এ ঘটনায় এলাকাজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি ঐ বৃদ্ধের ব্যাপারে বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চান্দিনা ইউএনওর নজরে আসে। পরে ঐ বৃদ্ধকে নিয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তিনি। ঐ হাসপাতলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭০ বছর বয়সী ঐ বৃদ্ধ।

জানা গেছে, গেল রোববার ১০টার দিকে নিজে গাড়ি চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর স্টেশনে গিয়ে ঐ বৃদ্ধের মুখ থেকে এবং স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জানেন তাপস শীল। 

এমন অমানবিক ঘটনা দেখে ধুলোবালি মাখা ঐ বৃদ্ধের গায়ের দুর্গন্ধকে আপন করে মানবিকতার পরিচয় দিয়ে নিজের গাড়িযোগে হাসপাতালে নিয়ে আসেন তিনি। হাসপাতালের রেজিস্ট্রারে অভিভাবকের স্থানে নাম লেখান ইউএনও নিজেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ইউএনও স্যার রাতে ঐ বৃদ্ধকে হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসা চলছে। ঐ বৃদ্ধের বাম হাত ও বাম পা প্যারালাইসিস রোগে আক্রান্ত।

ইউএনও তাপস শীল বলেন, রাস্তায় বৃদ্ধ পড়ে থাকার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। পরে মহাসড়কের গোবিন্দপুর স্টেশনের আশরা রাস্তার মাথা থেকে ঐ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনাটি অত্যন্ত অমানবিক।

তিনি আরো বলেন, তার নাম ও ঠিকানা যাচাই-বাছাই করে পরিবারের লোকজনদের খুঁজে বের করার চেষ্টা করছি। ঘটনাটি আগে জানতে পারলে আরো ভালো হতো। এভাবে লোকটিকে রাস্তায় পড়ে থাকতে হতো না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর ফুটওভার ব্রিজের কাছে একটি ভাঙা হুইলচেয়ারে বসা এক অসুস্থ বৃদ্ধকে দেখেন স্থানীয়রা। রোদ-বৃষ্টিতে থাকা কয়েক দিন একই স্থানে দেখে খোঁজ নিতে শুরু করেন স্থানীয়রা। 

পরে জানতে পারেন, গত ৫ অক্টোবর রাতে ঐ বৃদ্ধের ছেলে হাসপাতাল থেকে বাড়ি নেয়ার কথা বলে ঐ ফুটওভার ব্রিজের পাশে রেখে গেছেন।

ঐ বৃদ্ধের দেওয়া তথ্যমতে, তার নাম চাঁন মিয়া, গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুরসংলগ্ন নয়নপুর গ্রামে। তার বড় ছেলের নাম হারুনুর রশিদ, মেজো ছেলের নাম মঈন উদ্দিন ও ছোট ছেলের নাম জসিম উদ্দিন।