ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত কুমিল্লায় তিন উপজেলায় বিজয়ী যারা- মনোহরগঞ্জে ভোটার না থাকলেও বিজয়ী প্রার্থীর পক্ষে ৭৭ হাজার ভোট! ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঢাকায় হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু ব্রাহ্মণপাড়া থেকে উদ্ধার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

ঢাকা থেকে হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু বাচ্চা মতিউর রহমানকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেলষ্টেশন থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তার মা-বাবার কাছে তুলে দিয়েছেন। হারিয়ে যাওয়া মতিউরকে পেয়ে তার বাবা মায়ের মনে খুশির বন্যা বইছে। থানা পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, ভোলা জেলার লালমোহন থানার জোবায়ের হোসেন আকবর ও বিবি ফাতেমার ৮ বছরের শিশু বাচ্চা মতিউর রহমানসহ স্বপরিবার গত ২০০৮ সালে ঢাকায় জীবিকার উদ্দ্যেশে পাড়ি জমায়। সেখানে জোবায়ের হোসেন আকবর ড্রাইভারের চাকুরি নেন। সেই সুবাধে তার শিশু বাচ্চা মতিউর রহমানকে লেখাপড়া শিখানোর জন্য খিঁলগাও একটি মাদ্রাসায় ভর্তি করায়। গত পবিত্র রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকায় গত ১২-৪-২৩ ইং মতিউর রহমান তার মা বাবাকে পার্শ্ববর্তী তার নিজ মামার বাসায় যাবেন বলে বাসা থেকে বের হয়। কিন্তু খবর নিয়ে জানতে পারে মতিউর রহমান মামার বাসায় যায় নাই। অনেক খোজাঁখুজি করার পর মতিউর রহমানকে না পেয়ে তার বাবা মা খিঁলগাও থানায় একটি নিঁখোজ ডায়েরী করে। যার ডায়েরী নং-১১৯৪। গত সোমবার দুপুর ৩টায় মতিউর রহমান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলষ্টেশনে একা একা বসে থাকতে দেখে সেখানের স্থানীয় দুইজন ব্যক্তি তার নাম ঠিকানা ও পরিচয় চানতে চায়। কিন্তু মতিউর রহমান তাদের কিছুই বলে না। পরবর্তীতে মতিউর রহমানকে দুইজন ব্যক্তি ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে এসে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নিকট বিস্তারিত বলেন। পরে (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মতিউর রহমানকে তার কাছে নিয়ে বন্ধুত্বসুলভ আচরণ ও বিভিন্ন উপহার দিয়ে তার বাবা মা, মোবাইল নাম্বার, ঠিকানা জানতে পেরে তার বাবা ও মাকে খবর দিয়ে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে মতিউর রহমানের বাবা মা থানায় এসে প্রকৃত পরিচয় দিয়ে তাদের শিশু সন্তান মতিউর রহমানকে নিয়ে যায়। বর্তমানে মতিউর রহমান সুস্থ আছেন। এদিকে মতিউর রহমানকে পেয়ে তার বাবা মা খুশিতে আত্নহারা ও আবেগাপ্লুত হয়ে পড়েন। সে সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। এবিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এরকম একটি ঘটনা সত্যিই আবেগঘন পরিবেশ তৈরী করে। শিশু বাচ্চা মতিউর রহমানের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে তার ঠিকানা জাতে পেরে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে মতিউর রহমান সুস্থ আছেন। এরকম একটি ঘটনার স্বাক্ষী হতে পেরে ভালোই লাগছে।