ব্রেকিং:
৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

নকল ঔষধে সয়লাব ব্রাহ্মণপাড়া মারাত্মক ঝুঁকিতে জনস্বাস্থ্য

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

 দেশে ওষুধ শিল্পের অভাবনীয় উন্নতি ঘটলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওষুধ দোকানগুলোতে দিন দিনই বাড়ছে নকল ও ভেজাল ওষুধের দৌরাত্ম। নকল ও ভেজাল ওষুধে সয়লাব হয়ে গেছে উপজেলার অধিকাংশ ওষুধ দোকান। এসব নকল ওষুধ সেবন করে মানুষ সুস্থ না হয়ে আরও বেশি অসুস্থ হচ্ছে। মহামারির চেয়েও ভয়ংকর মহামারি নকল ও ভেজাল ওষুধ। এতে কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন অনেক রোগী। এরকমই মন্তব্য চিকিৎসকদের।
ভেজাল ও নকল ঔষধ অসংখ্য মানুষের প্রাণনাশের কারণ হলেও তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। রোগীদের অনেকেই মনে করছেন ঔষধ কোম্পানিগুলোর নির্দিষ্ট প্রতিনিধি থাকলেও অনেক অসাধু ঔষধ দোকানী কম মূল্যে অধিক লাভের আশায় ওষুধের পাইকারী বাজার ও ভ্রাম্যমাণ ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে নকল ঔষধ সংগ্রহ করে থাকেন। এইসব ঔষধের নেই কোনো ইনভয়েস বা গ্রহণযোগ্য কাগজপত্র। এতে করে নকল ও ভেজাল ওষুধ ছড়িয়ে পড়ছে ব্রাহ্মণপাড়ার বড় বড় ঔষধ দোকানসহ উপজেলার বিভিন্ন হাট বাজারের ঔষধ দোকানগুলোতে। এসব ভেজাল ওষুধ সেবন করে রোগীরা সুস্থ হওয়ার বদলে আক্রান্ত হচ্ছে জটিল ও কঠিন রোগে। অনেক সময় এসব ওষুধ সেবনের কারণে মারাও যাচ্ছে অনেক রোগী। ঔষধ কোম্পানির নির্দিষ্ট প্রতিনিধি ছাড়া অন্য কোনো উপায়ে ঔষধ দোকানে ঔষধ সংগ্রহ করা বন্ধ হলে এই সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ভুক্তভোগী রোগীরাসহ এলাকার সাধারণ মানুষ।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া ড্রাগিস্ট এণ্ড ক্যামিস্ট সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আলীম খান বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে পাইকারি বাজার থেকে ভেজাল ঔষধ ক্রয় করে নিজেদের ঔষধ দোকানে বিক্রয় করে আসছে। এই ভেজাল ঔষধের কারণে রোগীরা কিডনিসহ শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা ভেজাল ঔষধ বিক্রয় বন্ধে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, বাজারে ভেজাল ঔষধ বিক্রয় বন্ধে আমরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সময়ে ঔষধ দোকানগুলোতে অভিযান পরিচালনা করে আসছি। অনতিবিলম্বে ভেজাল ও নকল ঔষধ বিক্রয় বন্ধে অভিযান পরিচালনা করা হবে।