ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত কুমিল্লায় তিন উপজেলায় বিজয়ী যারা- মনোহরগঞ্জে ভোটার না থাকলেও বিজয়ী প্রার্থীর পক্ষে ৭৭ হাজার ভোট! ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  

সোমবার বিকেল কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বালক ও বালিকাদের উপজেলা পর্যায়ের এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বালকদের মধ্যে খেলায় অংশ গ্রহণ করে পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চানসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পীরযাত্রাপুর-১ ও চানসার ৩ গোলে বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের মধ্যে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। খেলার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা কামাল,বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন,পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহকারী শিক্ষক মোঃ আবদুল মজিদ,পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুল খালেক, মোঃ আবু মোতালেব, কামাল উদ্দিন, খন্দকার উম্মে সালমা ও মোঃ মামুন মুন্সি। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে হাবিবুর রহমান ভূইয়া জীবন, কামরুল হাসান,আবু ইউসুফ ইসমাইল, আলি আহমেদ, মিজানুর রহমান খাঁন, মোঃ আলমগীর হোসেন, সীমা আক্তার,আবুল কালাম আজাদ ও লাভলী আক্তার।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাফর আহমেদ মুসা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল হোসেন। পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন প্রধান শিক্ষক আবু মুসা।
এসময় বিভিন্ন স্কুলে স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।