ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত কুমিল্লায় তিন উপজেলায় বিজয়ী যারা- মনোহরগঞ্জে ভোটার না থাকলেও বিজয়ী প্রার্থীর পক্ষে ৭৭ হাজার ভোট! ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ
  • শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

ব্রাহ্মণপাড়া শিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা ও মিলাদ মাহফিল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের যৌথ আয়োজনে শিদলাই মাঠে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আইয়ুব আলী। শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন খোকন ও রিপন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শাহজালাল মোল্লা, প্রফেসর ডাঃ নওশের আলম, দপ্তর বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক। এসময় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল জলিল মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, চান্দলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, মহিলা আওয়ামীলীগ নেত্রী জাহান আরা বেগম,ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. নাছির উদ্দিন, আবু তাহের, ফারুক আহাম্মদ, মনির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহম্মেদ সবুজ ও আলাউদ্দিন রিপন, যুবলীগ নেতা মো. জামাল হোসেন, জমির হোসেন রেজভী, মাঈনুদ্দিন সরকার, নাছির উদ্দিন বি.এস.সি, রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদদের রুহের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ ফারুকী। অনুষ্ঠান শেষে এক কাঙালি ভোজের আয়োজন করা হয়।