ব্রেকিং:
৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

হোটেলে খেয়ে নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য অসুস্থ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০  

হোটেলে খাবার খেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৪০জন পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে। খাদ্যে বিষ ক্রিয়ায় অসুস্থ অবস্থায় তাদের বিকাল থেকেই ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেষ্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হয়। বিকাল থেকেই এসব পুলিশ ও আনসার সদস্যদের পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়।বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শুনেছি ২৫ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা হয়েছে। নির্বাচনে এর কোন প্রভাব পরবে না। তাদের বিকল্প হিসেবে ফোর্স পাঠানো হবে।

হোটেলে খাবার খেয়ে ব্রাহ্মণপাড়ায় নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৪০ সদস্য অসুস্থউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক শ সদস্য উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের অবস্থা খারাপ দেখে তাদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়াদের  এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ জানান, দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে প্রায় পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য ফুড পয়জিনিং হয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জনিং এর কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি।