ব্রেকিং:
৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

৭ মাসের সন্তান রেখে ছোট্ট শ্যালিকাকে নিয়ে উধাও দুলাভাই

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

সাত মাসের ছেলে ও স্ত্রীকে রেখে ১২ বছরের শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে গেছেন দুলাভাই। এতে বিপাকে পড়েছেন বড় বোন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লাকসাম পৌরসভার কাদ্রা গ্রামে।

এ ঘটনায় ৫ ডিসেম্বর জামাইয়ের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ করেন শ্বশুর। বিষয়টি ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অভিযুক্ত তোফাজ্জল হোসেন মন্টু কাদ্রা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। দুই বছর আগে তিনি একই গ্রামে বিয়ে করেন। তাদের সংসারে সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে।

জানা গেছে, ১২ বছরের শ্যালিকাকে প্রেমের ফাঁদে ফেলেন মন্টু। ৩ ডিসেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী এলাইচ গ্রামের নানার বাড়ি থেকে ফুসলিয়ে শ্যালিকাকে নিয়ে মন্টু অজানার উদ্দেশ্যে পাড়ি দেন। এরই মধ্যে শ্যালিকাকে মন্টু বিয়ে করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তোফাজ্জল হোসেন মন্টুর মা সেতারা বেগম বলেন, মেয়েটি আমার ছেলেকে বশে নিয়ে বিয়ে করেছে। আমার ছেলের কোনো দোষ নেই।

মন্টুর বাবা আবুল কাশেম মোল্লা বলেন, এটি কোনো ঘটনাই না। বিষয়টি গ্রামের সরদার-মাতবররা মীমাংসা করবেন। তার স্ত্রী বলেন, সাত মাসের শিশুর ভবিষ্যত নিয়ে আমি চিন্তিত। আমি আমার স্বামীকে চাই।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা লাকসাম থানার এসআই মনোজ কান্তি কুরি বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।