ব্রেকিং:
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ কোনোদিন বন্দুকের নলে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছেও বিএনপি যেতে পারবে না। তারা জনতার আস্থা হারিয়ে বিশ্ব নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছে।

শনিবার বিকেলে তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সদরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে। 

স্থানীয় সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৭ নির্বাচনী আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, বরুড়া পৌরসভার মেয়র মো. বখতিয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দুর্বার গতিতে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দূরদর্শিতায় পার্বত্য শান্তিচুক্তিসহ সমুদ্র বন্দর নির্মাণ, সমুদ্রের নীচে টানেল নির্মাণ, পদ্মা সেতুসহ নানাবিধ উন্নয়নের ফলে বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানিত করছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়নে আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বরুড়া উপজেলার মনোহরপুর গ্রামে নলুয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ২য় ও ৩য় তলার ভবন উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া পাঠাগার উদ্বোধন, মুক্তিযোদ্ধা কর্নার এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়ার নামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।