ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আন্দোলনে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

উপচার্যের বক্তব্য হুবহু তুলে ধরে সংবাদ পরিবেশন করে বহিষ্কার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় লাগাতার আন্দোলনে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। 

শনিবার (৫ আগস্ট) দুপুরে কুবিসাস এর এক জরুরি সভায় লাগাতার আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুবিসাস এর দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন, কুবিসাস এর অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল মনোয়ার । 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কুবি প্রতিনিধি ইকবাল মনোয়ারের আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় লাগাতার আন্দোলনে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কুবিসাস। 

সংবাদ প্রকাশের জেরে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইকবালকে আইনবহির্ভূতভাবে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবির পরদিনই মানববন্ধন করে কুবিসাস। ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধনে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কর্তৃপক্ষ তাদের আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেনি। ফলে আগামীকাল রোববার থেকে ক্যাম্পাসে লাগাতার অবস্থান কর্মসূচি /সমাবেশ/ মৌন মিছিলের ঘোষণা দিচ্ছে কুবিসাস। আইনবহির্ভূত বহিষ্কারাদেশ বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরবর্তীতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে কঠোরতর কর্মসূচির ডাক দেওয়া হবে। 

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এ এফ এম আব্দুল মঈনের বক্তব্য নিয়ে পত্রিকায় প্রতিবেদন করায় ইকবাল মনোয়ার নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত বুধবার (২ আগস্ট)  সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।  

সাময়িক বহিষ্কার হওয়া ইকবাল মনোয়ার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ বর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিত(কুবিসাস) এর অর্থ সম্পাদক। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার কুবি প্রতিনিধি হিসেবে কর্মরত।