ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আমন ধানের দামে খুশি কৃষক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

সারা দেশে চলছে আমন ধান কাটার উৎসব। ধান গোলায় তোলার ধুম পড়েছে কৃষকের ঘরে। প্রচন্ড রোদের তাপের মধ্যেই জমি থেকে ঘাম ঝরানো ফসল ঘরে তুলতে কৃষকের যেন ক্লান্তি নেই। কৃষকের বাড়ির উঠোনে এখন শুধু ধান আর ধান। আশানুরূপ ফলনে কৃষকের মুখে ফুটেছে হাসি। এদিকে সরকার ১ হাজার ৪৫ টাকা মন দরে ধান কিনলেও খোলা বাজারে তা কেনা হচ্ছে চড়া দরে। কৃষকরা হাটে নিয়ে কিংবা ঘরে বসেই খোলা বাজারে সরু ধান ১৫শ' টাকা, মাঝারি মানের চিকন ধান ১১শ' থেকে ১২শ' টাকা এবং মোটা ধান ৯৫০ থেকে ১০৫০ টাকা মণ দরে বিক্রি করতে পারছেন। দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে, তখনই খোলা বাজারে আমন ধানের এ দর কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। কৃষকরা বলছেন, ধানের এই ভালো দাম অব্যাহত থাকলে এবার সার-ডিজেলে যে বাড়তি ব্যয় হয়েছে তা পুষিয়ে যাবে। কৃষকদের মতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। টানা তিন বছর লোকসান গোনার পর এবার তারা লাভের মুখ দেখবেন। যদিও এবার আমন মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় সম্পূরক সেচ দিয়ে আগাম জাতের ধান চাষ করতে হয়েছে। ডিজেলের দাম বাড়ায় এতে অতিরিক্ত খরচ হয়েছে। এছাড়া সারের দামও ছিল চড়া। তবে কাঙ্ক্ষিত ফলন ও খোলা বাজারে আশানুরূপ দামের কারণে কৃষককুলে আনন্দ ছড়িয়ে পড়েছে। তাইতো সূর্য ওঠার আগেই কাস্তে হাতে মাঠে ছুটছেন কৃষক। ধান মাড়াই, বাছাই আর বিক্রি নিয়ে ব্যস্ত কৃষক-কিষানি। যেন দম ফেলানোর ফুসরত নেই তাদের। \হবরেন্দ্র অঞ্চল ও ময়মনসিংহের পাহাড়ি এলাকায় ধান কাটা ও মাড়ানোর মিছিলে যোগ দিয়েছেন নারী কৃষি শ্রমিকরাও। একদিকে ধান কাটা হচ্ছে, অপরদিকে মাড়াই করা হচ্ছে। রাস্তায় ধান মাড়াই ও শুকানো হচ্ছে। এদিকে কৃষি শ্রমিকদেরও পোয়াবারো অবস্থা। খাবারসহ হাজার টাকার মজুরি পাচ্ছেন প্রতিদিন। এতে কৃষিভিত্তিক শ্রমবাজারে চাঙ্গাভাব চলছে। আমন ধানকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে নতুন হাওয়া লেগেছে। দেশে উৎপাদিত ধানের প্রায় ৪০ শতাংশ আসে আমন থেকে। বাকি ৬০ শতাংশ মেটায় বোরো ও আউশ ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, গত সোমবার পর্যন্ত সারা দেশে ১২ শতাংশ আমন ধান কাটা হয়েছে। আমনের এবার বাম্পার ফলন হয়েছে। আমাদের আমন উৎপাদনের টার্গেট ছিল ১ কোটি ৬৩ লাখ টন। আশা করছি এবার টার্গেটের চেয়ে বেশি ফলন হবে। বাজারে নতুন ধানের দামও বেশ ভালো। ধান বিক্রি করে কৃষকরা মনের আনন্দে রবিশস্য রোপণের প্রস্তুতি নিচ্ছেন।' তিনি বলেন, বৃষ্টির অভাবে আমন ধান আবাদে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তা দেখা দিলেও শেষ পর্যন্ত চলতি বছর ৫৯ লাখ হেক্টর জমিতে আমন চাষ হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা প্রতিকূলতা সামলিয়ে আমন ধানের ভালো ফলন পেয়েছেন কৃষক। বিনা-৭, ১৬, ১৭, ৭৫ ও ৭৮ এবং জিরা-৯০, ৯২, ধানিগড় ও কটোরাপারি ধান বাজারে বিক্রি হচ্ছে। কৃষকরা জানায়, বিনা-১৬, ১৭, ৭৫, ৭৮ আগাম জাতের ধান ৭৭ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। বিনা-৭ বিক্রি হচ্ছে ৭৭ কেজির বস্তা ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। এছাড়া জিরা-৯০, ৯২ এবং ধানিগড় ৭৭ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। কটোরাপারি বিক্রি হচ্ছে ৭৭ কেজির বস্তা দুই হাজার টাকায়। এ দিকে মেহেরপুর বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯৫০ টাকা মণে। নেত্রকোনার দুর্গাপুরের শ্যামনগর গ্রামের কৃষক শ্যামল হাজং বলেন, 'এবার ধানের ভালো ফলন হয়েছে। আমরা আগাম জাতের ধান মাড়াই করে বাজারে বিক্রি করছি। দামও ভালো। চিকন ধান ১৩শ' থেকে ১৫শ' টাকা মণে বিক্রি হচ্ছে। এ দাম থাকলে কৃষক লাভবান হবে।' ময়মনসিংহ, বগুড়া, খুলনা, মাগুরা ও যশোরের চৌগাছায় আমন ধান কাটার উৎসবে কৃষকের সঙ্গে যোগ দিয়েছেন কৃষি সম্প্রসারণের কর্মকর্তারা। গত মঙ্গলবার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ধান কাটার নবান্ন উৎসবে যোগ দিয়েছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক। মানিকগঞ্জের কৃষক আফাজ মিয়া কাঠাপ্রতি ফলন পেয়েছেন সাড়ে ৪ মণ করে, এতে তিনি খুশি। শনিবার বাজারে তিনি মাঝারি মানের ধান ১০৫০ টাকায় বিক্রি করেছেন। ধানের দামে তিনি খুশি। আমন রোপণের সময় বৃষ্টি না হলেও শেষদিকে অতিবৃষ্টি ও আবহাওয়া ভালো থাকায় অনেক সহজে নতুন ধান ঘরে তুলতে পারছেন বলে জানান তিনি। বলরামপুর গ্রামের কৃষক আব্দুল হাই জানান, তিনি এক একর জমিতে কোঠরাপাড়ি জাতের ধান লাগিয়েছিলেন। ফলনও পেয়েছেন প্রায় ৭০ মণ। প্রতি মণ ধান বিক্রি করেছেন এক হাজার টাকা দরে।