ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

‘এমন আওয়াজ জন্মের পরে শুনিনি’

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

‘ইফতারের পর মাগরিবের নামাজ শেষ করে মোনাজাতে বসেছি। এমন সময় বিকট এক আওয়াজ শুনি যেন বোমা ফেটেছে। এমন আওয়াজ জন্মের পরে আর শুনিনি। সবাই খুব ভয় পেয়েছিলাম,’ স্থানীয় বাসিন্দা খোকন মিয়া বলেছিলেন মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস পেছন থেকে ধাক্কা দেওয়ার পরের ঘটনা।

রোববার (১৬ এপ্রিল) রাতে ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে এসব কথা বলেন খোকন মিয়া।

তিনি বলেন, ‘নামাজের মোনাজাত শেষ করে মসজিদের বাইরে এসে দেখি মানুষ শুধু দৌড়াচ্ছে। এগিয়ে দেখি শুধু ধোঁয়া আর ধোঁয়া। পুরো এলাকায় তেলের গন্ধে ম ম। কেউ কেউ বলছেন, পার্সেলের গাড়ি এক্সিডেন্ট করেছে।’

খোকন মিয়া বলেন, ‘তখন দৌড়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ট্রেনের বগিগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। ভেতরের মানুষেরা বের হওয়ার চেষ্টা করছে। তখন স্থানীয় মানুষদের নিয়ে বহু চেষ্টা করে ভেতরের মানুষগুলো বের করি। আহতদের নেওয়া হলো হাসপাতালে। যারা সুস্থদের তাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম ও চৌদ্দগ্রাম চলে যেতে বলি। সেখানে গেলে যাত্রীবাহী বাস পাওয়া যায়। আমার জীবনে এত বড় দুর্ঘটনা দেখিনি। তবে আল্লাহর অশেষ মেহেরবানি কোনো লোক মারা যায়নি।’

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস নামক ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়। আহত হন ২০-৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার আব্দুল মান্নান। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।