ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

নাঙ্গলকোট হেসাখাল ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড সম্মেলন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন আ’লীগের ৮ও ৯ নং ওয়ার্ড সম্মেলন রবিবার রাতে পাটোয়ার বালিকা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউনিয়ন আ’লীগ সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জালাল আহম্মদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরমেয়র আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, উপজেলা আ’লীগ সদস্য সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগ কৃষি বিষয়ক সম্পাদক এ.কে.এম ফজলুল হক মজুমদার, উপজেলা আ’লীগ সদস্য জীবন কৃষ্ণ গোস্বামী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম খন্দকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান নয়ন, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মাষ্টার মোবাশ্বের, সদস্য আব্দুল মমিন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক এয়াকুব আলী রায়হান প্রমুখ।
প্রধান অতিথি আবু ইউছুফ ভূঁইয়া তার বক্তব্য বলেন, ইউনিয়ন আ’লীগ কমিটি হতে হবে একটি স্মার্ট কমিটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে, যেন আগামীতে অর্থমন্ত্রী লোটাস কামালকে কুমিল্লা-১০ আসনটি উপহার দিতে পারি। অর্থমন্ত্রী ২০০৮সাল থেকে ২০১৮সাল পর্যন্ত নাঙ্গলকোট উপজেলায় ৩ হাজার কি.মি. বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। বিগত সরকারের থাকাকালীন  মাত্র ৪৫০ কি.মি. বিদ্যুৎ লাইন নির্মাণ করেছে। নাঙ্গলকোট উপজেলা বর্তমানে শতভাগ বিদ্যুাতায়ন করা হয়েছে।