ব্রেকিং:
তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশ, বিএনপি এবং আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। 

বুধবার (৩১ আগস্ট) রাতে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন চন্দ্র নাথ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলাটি করেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এএসআই দেলওয়ার হোসেন। 

তিনি বলেন, বুধবারের সংঘর্ষের ঘটনায় আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ১৯ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (৩১ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

কর্মসূচিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া যোগ দেন। সকাল ৯টার আগে দলে দলে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।