ব্রেকিং:
কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ আজ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ অনুষ্ঠিত হবে। রোডমার্চের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারির সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান জনাব বরকতউল্লাহ বুলু, সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, এফবিসিআই’র সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।


কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি'র ত্রান ও পুনঃর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন  কেন্দ্রীয় বি এন পির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও টিমের সমন্নয়কারী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, বি এন পি র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক জনাব খালেদ মাহবুব শ্যমল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মোহাম্মদ রিয়াজুদ্দিন নসু,  ব্যংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা,  গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহম্মদ মানিক।

১ দফা দাবি আদায়ে বিএনপির রোডমার্চ-পূর্ব সমাবেশ সঞ্চালনা করবেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন এবং মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
এদিকে রোডমার্চকে ঘিরে সরব হয়ে উঠেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচি সফল করতে কুমিল্লায়ও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে কুমিল্লা থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন বিএনপি নেতারা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, সব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এই রোডমার্চ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে অবৈধ এ সরকারের পতন ত্বরান্বিত করা হবে।