ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বুকলেট উদ্বোধন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বুকলেট উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এসময় নবীন শিক্ষার্থীদের হাতে বুকলেট তুলে দেন তিনি।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য দফতরে এই বুকলেট উদ্বোধন করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে না, যাতে তোমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এই বুকলেটের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়ম নীতি সম্পর্কে অবহিত হতে পারবে। এসব যথাযথভাবে মেনে চললে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দেশের এক নাম্বার বিশ্ববিদ্যালয়ে রুপান্ত‌রিত হবে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক ও কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বুকলেট কমিটির আহবায়ক ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. হাবিবুর রহমান, কমিটির সদস্য প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী, যৌন নিপীড়ন প্রতিরোধ আহবায়ক অধ্যাপক ড. মেহের নিগার এবং সদস্য-সচিব সেকশন অফিসার নুসরাত আরমিন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বারের মতো এই বুকলেট প্রদান করে। এতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ভিশন, বিশ্ববিদ্যালয় পরিচিতি, এক্সাম রুলস, প্রক্টরীয় দিকনির্দেশনা, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা, লাইব্রেরি সংক্রান্ত তথ্য ও নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এর আগে গত ২৭ ও ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়। সেখানে সাধারণ ১০৩০ আসন এবং কোটার ৯১ আসনের বিপরীতে সর্বমোট শিক্ষার্থী ভর্তি হয়েছে ১০২০ জন। কোটাসহ আসন খালি রয়েছে প্রায় ১০১টি।