ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

কুমিল্লায় গাজী রবিউল হাসান নামের এক প্রবাসফেরত যুবকের গায়ে হলুদ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে পুরো এলাকায়। গান বাজনার পরিবর্তে কোরআন শরিফ তিলাওয়াতের খবরে ওই গায়ে হলুদ অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন অনেকেই। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমলপুর গ্রামে ব্যতিক্রমী এ গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। প্রবাসী গাজী রবিউল হাসান কমলপুর গ্রামের গাজী বাড়ির গাজী মো. দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে রবিউল হাসানের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানকে ঘিরে বাহারি ফুলের আবহে দৃষ্টিনন্দন হলুদ মঞ্চ তৈরি করা হয়। গান বাজনা আর নৃত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়েছে। কোরআন তিলাওয়াতের জন্য পাশের মাদরাসা থেকে ১০ জন কোরআনের হাফেজকে নিয়ে আসেন বরের বাবা গাজী দেলোয়ার হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে বয়োজ্যেষ্ঠরা ভিড় করেন গায়ে হলুদ অনুষ্ঠান দেখতে।

মো. শাহাবুদ্দিন নামের এক বয়োজ্যেষ্ঠ জানান, প্রথমবারের মতো আমাদের এলাকায় এমন ঘটনা দেখলাম। প্রায় বিয়েতে সারারাত ডিজে গান বাজিয়ে বেপরোয়া নাচ-গান হয়, কিন্তু রবিউলের গায়ে হলুদে কোরআন তিলাওয়াত হলো। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই মনে রাখবে বিষয়টি। দেলোয়ার গাজীকে ধন্যবাদ। 

বরের বাবা গাজী দেলোয়ার হোসেন বলেন, রবিউল হাসান আমার একমাত্র ছেলে। আমরা সবাই ধর্মপ্রাণ মুসলিম। আমার ছেলে আরব দেশে থাকে। তাই সব দিক বিবেচনা করে একমাত্র ছেলের গায়ে হলুদে কোনও গুনাহের কাজ হোক তা আমি চাইনি। এর বিপরীতে যেন সওয়াব পাওয়া যায় তাই হাফেজদের নিয়ে আসি। ছেলের গায়ে হলুদে কোরআন তিলাওয়াতের আয়োজন করে প্রশংসা পাচ্ছি সবার। 

চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গান বাজনার বিপরীতে কোরআন তিলাওয়াতের মাধ্যমেও একটি গায়ে হলুদ অনুষ্ঠান উদযাপন করা যায়, ২ নম্বর ওয়ার্ডের গাজী দেলোয়ার হোসেন তার দৃষ্টান্ত স্থাপন করলেন। বিয়ের অনুষ্ঠানে ধর্মীয় সংস্কৃতির আবহ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।