ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

চুরির অভিযোগে যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন, ইউপি সদস্য আটক

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

কুমিল্লার বরুড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তা পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার যুবক চৌত্তা পুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৩২)। অপরদিকে আটক ইউপি জহিরুল ইসলাম ভাউকসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য।

ভাইরাল হওয়া ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে হাত পা বেঁধে এক যুবককে রশি দিয়ে উল্টো করে বাঁধা হয়েছে। তার মাথাটি রয়েছে মাটি স্পর্শ করে। নীল শার্ট ও প্যান্ট পরিহিত এক লোক তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। ওই যুবক তখন বাঁচার আকুতি করছিল। চারপাশে উৎসুক মানুষের জটলা ছিল।

ভাউকসার ইউপি চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই যুবক বর্তমানে সুস্থ আছে। তার বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিল। এবার জহির মেম্বারসহ জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেউ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তবে এভাবে নির্যাতন করা ঠিক হয়নি।’

ভাউকসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘হান্নানসহ বেশ কয়েকজন যুবক প্রতিনিয়ত চুরি করে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বেশ কয়েকবার তাকে জেলে পাঠানোর পরেও জামিনে বেরিয়ে এসে আবারও চুরি করে। গেলো কয়েকদিন অটোরিকশার ব্যাটারি পিকআপ ভ্যানের যন্ত্রাংশ চুরি করে তারা। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনে হাত পা বেঁধেছি। নির্যাতন করিনি।’

ওই যুবকের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘জহির মেম্বার সকালে আমাকে কল দিয়ে বলেছে হান্নান  ব্যাটারি চুরি করেছে তাই রাতে তাকে আটক করেছি। আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি যদি আমার ভাই অভিযুক্ত হয় আপনারা আইনের হাতে তুলে দেন। আমার ভাইকে এভাবে মারতে বলিনি।’ 

এ বিষয়ে বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’