ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

তিতাসে নদী খননের নামে বালু বিক্রি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

কুমিল্লার তিতাসে নদী খননের অজুহাতে লক্ষ লক্ষ টাকার বালু বিক্রির অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।

নদী অতিরিক্ত গভীর করে বালু উত্তোলনের কারণে তিতাস নদীর দুই পাড় ভাঙন দেখা দিলে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মজিদপুর, বন্দরামপুর ও একলারামপুর গ্রামের সংক্ষুব্ধ হাজারো জনতা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ড্রেজার মেশিন, লোহার পাইপ ও ড্রামে ইটপাটকেল ছুঁড়ে মারতে দেখা যায়। এসময় ড্রেজার শ্রমিকদের সংক্ষুব্ধ জনতার রোষানলে ড্রেজারের লোহার পাইপ খুলে ফলে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, নদীর বালু-মাটি দিয়ে দুইপাশের সুরক্ষা বাঁধসহ পানির লেভেল গভীর করার বিধান থাকলেও তা না মেনে প্রায় ১৮-২২ ফুট গভীর করে চুক্তিভিত্তিক টাকার বিনিময়ে জমি ভরাট করছেন এবং অপরিকল্পতি ভাবে বালু-মাটি উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলি জমির ভাঙনের সৃষ্টি হয়েছে। তাছারা পাশ্ববর্তী কড়িকান্দি-মজিদপুর রাস্তাও ভাঙনের কবলে পড়তে পারে বলেও অভিযোগ করেন।

নির্দেশনা অনুযায়ী নদী খননের মাটি ও বালু দিয়ে দুই পাড়ে শক্ত ও সুরক্ষা বাঁধ ও পানির লেভেল থেকে কোথাও ৮ কোথাও ১০ ফুট গভীর করার নির্দেশনা রয়েছে। এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কিংবা সার্ভেয়ারদের নির্ধারিত সীমানা ও সিডিউল অনুযায়ী নদী খনন করার কথা আছে কিন্তু তিতাস নদীর বন্দরামপুর ও কড়িকান্দি মৌজার একলারামপুর নামক স্থানে ড্রেজার বসানো হলেও নদী খননের কোন নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না।

জমির মালিক নিজাম, নাছির উদ্দিন, বাচ্ছু মিয়া,জাহাঙ্গীর মুন্সী, হক সাহেব'সহ অনেকেই অভিযোগ করে বলেন, নদীর পানির লেভেল থেকে ১০ ফুটের যায়গায় প্রায় ১৮-২২ ফুট গভীর করে খননের ফলে আমাদের পৈত্রিক সম্পত্তি নদীগর্ভে বিলিন হবার পথে। অথচ আমাদের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নদী খননের নামে কোটি টাকার মাটি ও বালু বাণিজ্যের কাজ শুরু করেছে জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলামসহ কিছু লোকজন।

টাকার বিনিময়ে বালু উত্তোলন করে রাস্তার পাশে একলারামপুর গ্রামের শাহাজুদ্দিনের জমি ভরট করে পাহাড়সম করছেন নজরুল। এখন নিষেদ করলে তারা সরকারি কাজের দোহাই দিচ্ছে।

তিতাস নদী সংলগ্ন একলারামপুর এলাকায় ড্রেজার চালককে পাওয়া গেলেও তারা বিস্তারিত কিছুই জানাতে পারেনি। তারা বলেন, আমরা হুকুমের গোলাম মাত্র। যা হুকুম আসে আমরা তাই করতে বাধ্য। 

এবিষয়ে জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে সাইড দেখাশোনা করি, মুল দায়িত্ব আছে কন্ট্রাক্টর ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ বলেন, এ বিষ‌য়ে আ‌মি বিস্তা‌রিত পা‌নি উন্নয়ন বো‌র্ডের সা‌থে কথা ব‌লে সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ কর‌বো।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালী উল্লাহ বলেন, নদীপথ সচল করতে ২০২০- ২০২১ অর্থবছরে তিতাস উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার তিতাস নদীসহ, খাল খনন ও ব্রিজের গোড়ায় ব্লক বিছানোর জন্য অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। গতবছর তিতাস নদী খননের কাজ শেষ না হওয়া এবার খননের কাজ পেয়েছে রহমান ইঞ্জিনিয়ারিং ও নিয়াজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজটির দায় দায়িত্ব তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।