ব্রেকিং:
কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিবাহিতদের হারিয়ে জয়ী অবিবাহিতরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩  

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক ব্যতিক্রমী ও অভিনব প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়ায় মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে বিবাহিত বনাম অবিবাহিত  ফুটবল ম্যাচ হয়েছে।

ম্যাচে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত দল। ম্যাচসেরা হয়েছেন অবিবাহিত দলের আশিক।

 

বিপুলসংখ্যক দর্শক রাতের এই ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান।  

খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা।  

এর আগে খেলা উদ্বোধন করেন এসএন ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সাহাব উদ্দিন।

প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী, গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ওমরাবাদ সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ।

ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী সমাজসেবক এমরান হোসেন, বিকিরণ কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ ও সাপ্তাহিক কলকণ্ঠের দাগনভূঞা প্রতিনিধি জাকির হোসেন, গজারিয়া সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদ উল্লাহ মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, সুরুজ বাঙালী, আবু বক্কর সিদ্দিক, জহির উদ্দিন রাসু,  আনোয়ার হোসেন সোহাগ, আব্দুল আউয়াল বাবুল, জামাল উদ্দিন, জালাল আহমদ, নুর আহমদ, সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আজিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবলীগ নেতা ইসমাইল হোসেন রুমেজ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন পারভেজ, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান সাগর।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন গজারিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, ক্রীড়ানুরাগী সুমন, মুজাহিদ ও হুমায়ুন কবির সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।