ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ফেসবুক লাইভে মাদক সেবন করে জেলে, বেরিয়েই দুধ দিয়ে গোসল

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করে কারাগারে যান এক যুবক। কারাগার থেকে বেরিয়েই থানার পুকুরে গোসল করে আর মাদক না খাওয়ার কথা জানান তিনি। এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। পরে এই ভিডিওটিও ভাইরাল হয়।

ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার। ঐ যুবকের নাম ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে।

জানা গেছে, ঐ যুবক ফেসবুকে লাইভ ভিডিও চলাকালে মাদক সেবন করেন। পরে এই ভিডিও ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গত ৪ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঐ যুবককে। পরে কারাগার থেকে বের হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের আরো একটি ভিডিও করেন তিনি।

ঐ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে গেছেন তিনি। আর এমনটা করবেন না। আর মাদক সেবন করবেন না।

অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি দুধের বোতল। দুধ খাচ্ছেন আর বলছেন, ‘সামনে থেকে আর প্লাস্টিক (মাদক) খাবো না। খাবো দুধ। দুধে প্রোটিন আছে।’

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জেল থেকে ছাড়া পেয়ে সে আমার কাছে আসে। সে তখনও আমাকে বলেছে সে দুধ খাবে। সে আর কখনো মাদক সেবন করবে না। তারপরেও আমি তাকে সতর্ক করে দেই। এরপরে সে আবার থানার পুকুর পাড়ে দুধ দিয়ে গোসলের ভিডিও বানিয়েছে। এই ভিডিও আমি দেখেছি। যদি আইন লঙ্ঘন করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’