ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ব্রাহ্মণপাড়ায় খানাখন্দে ভরা সড়ক দুর্ভোগে যাত্রীরা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ব্যস্ততম সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। চলছে বৃষ্টির মৌসুম। এসব সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমার কারণে গর্তের অনুমান হারিয়ে এ সড়কে হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। ফলে এ সড়কে যানবাহন দিয়ে চলাচলে যাত্রীদের পোহাতে হচ্ছে নানান বিড়ম্বনা।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলা সদর বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবধি এই সড়কের সংস্কার কাজের অভাবে কিছুকিছু জায়গায় পিচ ঢালাই উঠে গভীর গর্তসহ অনেক স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। বৃষ্টির কারণে সড়কের কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এসব জলাবদ্ধ এলাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালক বাদশা মিয়া বলেন, 'অনেকদিন ধরে খুব কষ্ট করে আমরা এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। প্রতিদিনই কোনো নাকোনো দুর্ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শামসুন্নাহার এ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বাম হাত ভেঙে শয্যাশায়ী। এ ছাড়াও প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসা অনেক যাত্রী এখানে এসে সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন।'
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, 'এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশত ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা-যাওয়া করে। এ রাস্তা দিয়ে উপজেলা কমপ্লেক্স, থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসহ অনেক মানুষ জরুরি কাজে আসাযাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল যে মানুষ রিকশা, অটোরিকশা, সিএনজিসহ অন্যান্য যানবাহন ব্যবহার না করে এখন পায়ে হেঁটে যাতায়াতই বিপদমুক্ত মনে করছি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, 'ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে উপজেলা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য আমরা আরসিসি স্টিমিট করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি কিন্তু এই রাস্তাটি অনুমোদন হয়নি, বর্তমানে আমরা রাস্তাটি কার্পেটিং করার জন্য অচিরেই ব্যবস্থা নিচ্ছি।'