ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাই নাঈমের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। রাতে নাদিমের স্ত্রী থানায় মামলা করলে গভীর রাতেই দেবর নাঈমকে গ্রফতার করে পুলিশ। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।

নিহতের স্ত্রী শাহিনুর বলেন, শুক্রবার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ওপর হামলা চালান। এ সময় আমার শাশুড়ি ও জা (নাঈমের স্ত্রী) তার ওপর হামলা চালান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। 

তিনি আরো বলেন, বিকেলে আমার স্বামী আমাকে বলেন, আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিতেই সন্ধ্যার পরে তিনি মারা যান। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নাঈম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়িতে এসে এর কারণ জিজ্ঞাস করলে নাদিম ভাই আমার ওপর আক্রমণ করেন। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই মারা গেছেন’।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। রাতেই নাদিমের স্ত্রী মামলা দায়ের করেছেন৷ গভীর রাতেই অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করা হয়েছে।