ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

লালমাইয়ে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

কুমিল্লার লালমাই উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
বিশেষ অতিথি ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার, অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক আলমগীর হোসেন অপু, সদস্য মধুছন্দা বণিক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,হরিশ্চর হাইস্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক আবদুল হাই রাজন প্রমুখ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোতাহের হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সিনিয়র সদস্য অধ্যাপক আলমগীর হোসেন অপু করোনা কালীন সময়ে উপজেলার নয়টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা দিয়েছেন। এছাড়া সংগঠনটি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দূর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছেন। অধ্যাপক আলমগীর হোসেন অপুর নির্দেশনায় সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে তৃণমূলে বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছেন।
প্রধান অতিথি ইউএনও মো ফোরকান এলাহি অনুপম বলেন দূর্নীতি রোধে সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে শিক্ষার্থীদের মাঝে সততা স্টোরের মাধ্যমে তার যাত্রা শুরু করেছে।
সভাপতি অধ্যাপক ডাঃ মোতাহের হোসেন জুয়েল বলেন নীতির বাইরে যা তাই দূর্নীতি। বিদ্যালয়ে সময়ের পর দেরি করে আসা তা-ও দূর্নীতি।
অধ্যাপক আলমগীর হোসেন অপু অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির উদাহরণ দিয়ে বলেন, তোমরা যারা ছাত্রছাত্রী তারা আমাদের সংসদ সদস্য অর্থমন্ত্রীকে অনুসরণ করবে। প্রয়াত নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ইতিহাস জানবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি যা বলেছেন তা উপলব্ধি করবে। তবেই দূর্নীতি প্রতিরোধ করা যাবে।