ব্রেকিং:
কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী
  • রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শর্তপূরণ ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ না করেই অধ্যাপক হয়ে গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোসা. শামসুন্নাহার। আজ সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় তার পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শর্ত পূরণ না হওয়ায় তাঁর পদোন্নতিতে বোর্ডের এক সদস্য আপত্তি (নোট অব ডিসেন্ট) জানিয়েছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আস্থাভাজন হওয়ায় নিয়মবিহর্ভূতভাবেই পদোন্নতি পাচ্ছেন তিনি।

যদিও কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ৩৬(২) ধারার ১০(৯) সংবিধি অনুযায়ী বিভাগীয় সম্প্রসারণ ও নিয়োগে প্ল্য্যানিং কমিটির সুপারিশ করার কথা রয়েছে। অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক পদে ৪ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা ও স্বীয় পদে স্থায়ী হওয়ার শর্ত রয়েছে। তবে শামসুন্নাহারের এসব শর্ত পূরণ না হওয়ায় অধ্যাপক পদে তার পদোন্নতিতে সুপারিশ করেনি বিভাগীয় প্ল্যানিং কমিটি। এরপরও গত ৪ অক্টোবর তাঁর পদোন্নতির বোর্ড আয়োজন করা হলে সেখানেও এক সদস্য তাঁর পদোন্নতিতে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান বলে জানা গেছে। একই বিষয় সিন্ডিকেটে উত্থাপিত হলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরও নোট অব ডিসেন্ট দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির বলেন, ওনার বিষয়টি নিয়মবহির্ভভুত ছিল। তাই আমি নোট অব ডিসেন্ট দিয়েছি। কিন্তু সিন্ডিকেট তা আমলে নেয়নি।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ৩১(৩) ধারায় বলা হয়েছে, ‘বাছাই বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চ্যান্সেলরের নিকট প্রেরণ করিতে হইবে এবং এই ব্যাপারে তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী জানান, কার্যবিবরণী পাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকে মুঠোফোনে কল করা হলে তিনিও সাড়া দেননি।