ব্রেকিং:
ব্যালটে ভুল প্রতীক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম! বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী সৌদিতে ফখরুল-ফালুর রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় ৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন বারান্দায় দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি, বজ্রপাতে মাদরাসার ২১ শিক্ষার্থী দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

হাত-ব্যথার চিকিৎসা নিতে গিয়ে প্রাণটাই হারালেন আমেনা

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত আমেনা বেগম (৫০) জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।

আমেনা বেগমের বড় জামাতা আমির হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ জুন বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতে ব্যথা পান আমেনা বেগম। পরে কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলামের কাছে আসেন। এ সময় ডা. রফিকুল ইসলাম বুধবার বিকেলে হাতের অপারেশন করার কথা জানান।

বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গেলে অ্যানেস্থেসিয়া চিকিসৎক পীযুষ কুমার সাহা রোগীকে অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন। এরপরে আর রোগীর জ্ঞান ফিরেনি। পরে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, একজন সুস্থ মানুষ কিভাবে মারা যায় আমরা তা জানতে চাই। এখানে ডাক্তারের গাফিলতি ছিলো। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক পীযুষ কুমার সাহার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো সাড়া দেননি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো নারীর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।