ব্রেকিং:
কুমিল্লায় ‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, আ.লীগ নেতাকে অব্যহতি কেন পিছু হঠল আওয়ামী লীগ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মামুনুল হক শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কী হয়? কুমিল্লায় সংবাদ সম্মেলনে কাঁদলেন র‍্যাব কর্মকর্তা দেশের পথে এমভি আবদুল্লাহ রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী
  • সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

৫ হাজার অটোর রিক্সার লাইসেন্স দিবে কুমিল্লা সিটি কর্পোরেশন

কুমিল্লার ধ্বনি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

৫ হাজার অটোরিকশার নতুন লাইসেন্সের জন্য আবেদন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ছামছুল আলম স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা কুমিল্লা সিটি কর্পোরেশ হতে অটো-রিক্সার লাইসেন্স ফরম সংগ্রহ করতে আগ্রহী তারা ১৭ অক্টোবরের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। ২২ অক্টোবরের মধ্যে ফরম জমা দিতে হবে। পরে নির্দিষ্ট তারিখে লটারির মাধ্যমে লাইসেন্স গ্রহীতাদের নাম নির্ধারণ করা হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ ছামছুল আলম জানান, যারা অটো-রিক্সার লাইসেন্সের জন্য ফরম সংগ্রহ করবেন তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের বাসিন্দা হতে হবে এবং নিজে চালক হতে হবে।
প্রসঙ্গত, যানজট নিরসনের লক্ষ্যে নগরীর সড়ক থেকে অতিরিক্ত অটো-রিক্সা অপসারণ এবং ছয় সিটের অটোরিক্সা তুলে দেবার ভিন্ন ভিন্ন মতামত দেয় কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যা দীর্ঘদিন যাবত পরিকল্পনায় আটকে থাকলেও এই প্রথম কোন ঘোষণা এসেছে অটো-রিক্সা নিয়ে। জানা গেছে, আগে নতুন লাইসেন্স প্রদান করে পরে লাইসেন্স বিহীন অটো-রিক্সা অপসারণ করার পরিকল্পনা রয়েছে সিটি কর্তৃপক্ষের। তবে বিভিন্ন সময় ছয় সিটের বড় অটো-রিক্সা তুলে দেবার কথা বলেও তা বাস্তবায়ন না হওয়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নগরবাসীর মাঝে। বিজ্ঞপ্তিতে নতুন লাইসেন্সে কোন আকৃতির অটোরিক্সা লাইসেন্স পাবে সে বিষয়ে পরিষ্কার কোন তথ্য তুলে ধরা হয় নি।  
জানা গেছে, বর্তমানে চার হাজারেরও বেশি অটোরিক্সা ও বৈদ্যুতিক রিকশা চলাচল করছে নগরীর রাস্তায়। তাদের কোন লাইসেন্স নাই। যে কোন গ্যারেজ মালিক নিজের ইচ্ছামত এসব অটোরিক্সা চালকদের হাত ভাড়ার বিনিময়ে দিয়ে দেন। এসব পরিবহনের চালকরা বেশির ভাগই উত্তর বঙ্গের অধিবাসী। এছাড়া শহরের বাইরে থেকেও অটোরিক্সা এসে প্রতিদিন ভিড় করে নগরীর রাস্তায়। অফিস টাইমের বাইওে এসব অটোরিক্সার বেশির ভাগই খালি চলাচল করে। যা নগরীতে যানজন তৈরীর অন্যতম কারণ।